A
উপত্যকা
B
সমভূমি
C
মালভূমি
D
মরুভূমি
উত্তরের বিবরণ
মালভূমি, উপত্যকা, হ্রদ ও মরুভূমি
মালভূমি (Plateau)
-
সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত উঁচু ও বিস্তৃত ভূখণ্ড।
-
চারপাশের এলাকা থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে।
-
উপরের পৃষ্ঠ সাধারণত সমতল বা কিছুটা ঢালু হয়।
উপত্যকা (Valley)
-
পাহাড় বা পর্বতমালার মধ্যে অবস্থিত দীর্ঘায়িত নিম্নভূমি অঞ্চল।
-
সাধারণত একটি নদী বা স্রোত প্রবাহিত হয়।
হ্রদ (Lake)
-
প্রাকৃতিকভাবে সৃষ্ট অপেক্ষাকৃত বড় জলের অংশ।
-
শুষ্ক ভূমি দ্বারা বেষ্টিত একটি অববাহিকায় অবস্থান করে।
মরুভূমি (Desert)
-
অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিবিরল অঞ্চল।
-
অধিকাংশ ক্ষেত্রে বালি দ্বারা আচ্ছাদিত।

0
Updated: 2 weeks ago
ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) কোন দেশ ভিত্তিক পরিবেশ সংস্থা?
Created: 2 weeks ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
নেদারল্যান্ড
D
সুইডেন
World Watch
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: লেস্টার আর ব্রাউন
-
প্রকৃতি: যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংস্থা যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করে
উৎস: World Watch ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
কোন সম্মেলনে "Loss and Damage Fund" তহবিল গঠনের প্রস্তাব গৃহীত হয়?
Created: 3 days ago
A
COP-21
B
COP-25
C
COP-27
D
COP-29
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
No subjects available.
Loss and Damage Fund
-
প্রস্তাব গ্রহণ: COP-27 (২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, ২০২২, মিশরের শার্ম এল-শেখ)
-
লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান
প্রেক্ষাপট
-
বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী
-
২০০৯: উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়
-
২০২২: COP-27 সম্মেলনে Loss and Damage Fund চালু করার চুক্তি গৃহীত
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 3 days ago
’গোল্ডেন ডোম’ কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা?
Created: 2 weeks ago
A
ইরান
B
ইসরায়েল
C
যুক্তরাষ্ট্র
D
রাশিয়া
গোল্ডেন ডোম (Golden Dome)
-
যুক্তরাষ্ট্র একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ তৈরি করছে
-
ধরণ: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
-
অনুপ্রেরণা: ইসরায়েলের ‘আয়রন ডোম’
-
ঘোষণা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারা
-
লক্ষ্য: চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলা
-
কার্যকর হবে: প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষের দিকে
উল্লেখযোগ্য:
-
আয়রন ডোম: ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা
-
প্যাট্রিয়ট: মার্কিন সেনাবাহিনীর প্রাথমিক টার্মিনাল-ফেজ অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল (ABM) সিস্টেম
উৎস: বিবিসি নিউজ

0
Updated: 2 weeks ago