A
মৌলিক অধিকার
B
বিচার বিভাগ
C
নির্বাহী বিভাগ
D
নির্বাচন
উত্তরের বিবরণ
সংবিধানের ভাগ
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন' সংবিধানের কোন অনুচ্ছেদের বিষয়?
Created: 2 weeks ago
A
২৭নং অনুচ্ছেদ
B
২৫নং অনুচ্ছেদ
C
২৯নং অনুচ্ছেদ
D
২৬নং অনুচ্ছেদ
সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ – আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
-
বাংলাদেশের রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায়:
-
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে,
-
অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করবে,
-
আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করবে, এবং
-
আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা দেখাবে।
-
-
রাষ্ট্র এই নীতিগুলোর ভিত্তিতে:
-
আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য প্রচেষ্টা চালাবে,
-
প্রত্যেক জাতির নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণের স্বাধীন অধিকার সমর্থন করবে, এবং
-
সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ ও বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন জানাবে।
-
অন্যদিকে:
-
২৭ নং অনুচ্ছেদ – আইনের দৃষ্টিতে সমতা
-
২৯ নং অনুচ্ছেদ – সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা
-
২৬ নং অনুচ্ছেদ – মৌলিক অধিকারের সঙ্গে অসমঞ্জস আইন বাতিল
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 3 days ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 3 days ago
অষ্টম সংশোধনীতে সংবিধানের ৩০নং অনুচ্ছেদে কী ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়?
Created: 2 weeks ago
A
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
B
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া রাজনৈতিক সংগঠন গঠনে নিষেধাজ্ঞা
C
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশি খেতাব গ্রহণে নিষেধাজ্ঞা
D
৩০ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্রের খেতাব, পুরস্কার, অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
অষ্টম সংশোধনী:
-
অষ্টম সংশোধনী আইন ১৯৮৮ সালের ৭ জুন পাস হয়।
-
এর দ্বারা সংবিধানের ২, ৩, ৫, ৩০ ও ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
এই সংশোধনী আইনবলে:
-
ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়।
-
ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়।
-
সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
উল্লেখযোগ্য তথ্য:
-
পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ তার দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়েছে।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago