বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের বিষয়বস্তু কী?
A
মৌলিক অধিকার
B
বিচার বিভাগ
C
নির্বাহী বিভাগ
D
নির্বাচন
উত্তরের বিবরণ
সংবিধানের ভাগ
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৭
B
অনুচ্ছেল ৭(ক)
C
অনুচ্ছেদ ৭(খ)
D
অনুচ্ছেদ ৮
৭খ অনুচ্ছেদ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের বিধান পরিবর্তন করা যাবে না। এর মধ্যে রয়েছে:
-
সংবিধানের প্রস্তাবনা
-
প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ
-
নবম-ক ভাগের নির্দিষ্ট অনুচ্ছেদসমূহ
-
তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ (নির্দিষ্ট শর্তে)
-
একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ
-
সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
এই অংশগুলির সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিলকরণ কোনোভাবেই সম্ভব নয়।
উল্লেখযোগ্য সংক্রান্ত অনুচ্ছেদ:
-
৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
-
৭ক অনুচ্ছেদ: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
-
৮নং অনুচ্ছেদ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
'আন্তর্জাতিক চুক্তি' সংক্রান্ত বিধান কোন অনুচ্ছেদে রয়েছে?
Created: 2 months ago
A
অনুচ্ছেদ ১৪৬ক
B
অনুচ্ছেদ ১৪৫ক
C
অনুচ্ছেদ ১৪৩ক
D
অনুচ্ছেদ ১৪২ক
আন্তর্জাতিক চুক্তি (অনুচ্ছেদ ১৪৫ক)
-
আন্তর্জাতিক চুক্তি, যা বিদেশের সঙ্গে সম্পাদিত হয়, রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে।
-
রাষ্ট্রপতি চুক্তি সংসদে পেশ করার ব্যবস্থা করবেন।
-
শর্ত হলো, জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে।
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ১৪৬: বাংলাদেশের নামে মামলা।
-
অনুচ্ছেদ ১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
'প্রশাসনিক ট্রাইব্যুনাল' গঠনের কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
Created: 2 months ago
A
১১৭নং
B
১২০নং
C
১১০নং
D
১১৫নং
বাংলাদেশের সংবিধান:
-
সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদের ১ এবং ২ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা সন্নিবেশিত হয়েছে।
অন্যদিকে:
-
১১০ নং অনুচ্ছেদ – অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
১২০ নং অনুচ্ছেদ – নির্বাচন কমিশনের কর্মচারীগণ।
-
১১৫ নং অনুচ্ছেদ – অধস্তন আদালতে নিয়োগ।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago