বাংলাদেশের কোন জেলায় 'ওরাওঁ' নৃগোষ্ঠী বসবাস করে না?
A
রাজশাহী
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বান্দরবান
D
নওগাঁ
উত্তরের বিবরণ
বান্দরবানে ‘ওরাওঁ’ নৃগোষ্ঠী বসবাস করে না।
• ওরাওঁ নৃগোষ্ঠী:
-
ওরাওঁ বাংলাদেশের একটি আদিবাসী নৃগোষ্ঠী। তাদের প্রধান বসবাস বরেন্দ্র অঞ্চলে।
-
বরেন্দ্র অঞ্চল বলতে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলো বোঝানো হয়—যেমন: রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর ও গাইবান্ধা।
-
এছাড়া তারা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন গ্রামেও বসবাস করে।
-
সময়ের সঙ্গে সঙ্গে ওরাওঁ জনগোষ্ঠী দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।
-
বর্তমানে গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাতেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
'বিজু' কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব?
Created: 2 weeks ago
A
লুসাই
B
বম
C
চাকমা
D
মারমা

0
Updated: 2 weeks ago
চাকমা নৃগোষ্ঠীর প্রধান উৎসবের নাম কী?
Created: 1 month ago
A
সোহরাই
B
ওয়ানগালা
C
বিজু
D
বৈসুখ
চাকমা উপজাতির প্রধান উৎসব হলো বিজু, যা বাংলা নববর্ষের প্রাক্কালে তিন দিনব্যাপী উদযাপিত হয়। এই উৎসবের তিনটি ধাপ রয়েছে—ফুল বিজু, মূল বিজু ও গোজ্যা বিজু—যেখানে ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য-গীত এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। বিজু শুধু আনন্দের উৎসব নয়, এটি সামাজিক বন্ধন ও ঐক্যের প্রতীক হিসেবেও বিবেচিত।
-
চাকমা জনগোষ্ঠী:
-
বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
-
নিজেদেরকে চাঙমা বলে পরিচয় দেয়।
-
প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে।
-
অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে কিছু স্থানে মিশ্রিত।
-
বর্ষবরণ উৎসবের নাম বিজু।
-
চাকমাদের প্রায় ৯০% রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় বসবাস করে।
-
১৮৬০ সালে জুমচাষ নিষিদ্ধ হওয়ার পর তারা পার্বত্য চট্টগ্রামের পূর্বাঞ্চলে স্থানান্তরিত হয়।
-
-
অন্যান্য উপজাতি ও তাদের উৎসব:
-
মারমা সম্প্রদায়: ওয়াগ্যোয়াই, ধান কাটার উৎসব।
-
সাঁওতাল সম্প্রদায়: সোহরাই উৎসব।
-
গারো সম্প্রদায়: ওয়ানগালা, ধান কাটার পর দেবতা সেজং-এর পূজা।
-
ত্রিপুরা সম্প্রদায়: বর্ষবরণ উৎসবের নাম বৈসুখ/বৈসু/বাইশু।
-

0
Updated: 1 month ago
'জলকেলি' কোন নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব?
Created: 2 months ago
A
সাঁওতাল
B
চাকমা
C
রাখাইন
D
গারো
রাখাইন:
-
রাখাইনদের প্রধান উৎসব: জলকেলি।
-
রাখাইনদের বসবাস পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়।
-
রাখাইনদের আদিনিবাস: মিয়ানমার।
-
রাখাইনদের ধর্ম: বৌদ্ধ।
-
অন্য সম্প্রদায়ের উৎসবের তথ্য:
-
ওয়ানগালা: গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব।
-
চাকমা: প্রধান উৎসব বিজু।
-
সাঁওতাল: প্রধান উৎসব সোহরাই।
সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি ও প্রথম আলো।

0
Updated: 2 months ago