সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে?
A
১১নং অনুচ্ছেদে
B
১৪নং অনুচ্ছেদে
C
২২নং অনুচ্ছেদে
D
১৬নং অনুচ্ছেদে
উত্তরের বিবরণ
সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতী মানুষ—কৃষক, শ্রমিক এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা।
-
সংবিধানের ১১ নং অনুচ্ছেদে উল্লেখ আছে: “গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা।”
-
সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে: “গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব।”
-
সংবিধানের ২২ নং অনুচ্ছেদে বলা হয়েছে: “নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ।”
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ এর উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৯৫
B
অনুচ্ছেদ ৯৬
C
অনুচ্ছেদ ৯৭
D
অনুচ্ছেদ ৯৮
অনুচ্ছেদ সমূহ (বাংলাদেশ সংবিধান অনুসারে):
-
অনুচ্ছেদ ৯০: নির্দিষ্টকরণ আইন।
-
অনুচ্ছেদ ৯১: সম্পূরক ও অতিরিক্ত বাজেট অনুমোদন।
-
অনুচ্ছেদ ৯২: হিসাব ও ঋণ সংক্রান্ত ভোটাধিকার।
-
অনুচ্ছেদ ৯৩: অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৬: বিচারকের পদাধিকারী মেয়াদ।
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক।
-
অনুচ্ছেদ ৯৯: অবসরের পর বিচারকের অক্ষমতা।
-
অনুচ্ছেদ ১০০: সুপ্রীম কোর্টের আসন।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 month ago
রাষ্ট্রপতির অভিশংসন সংক্রান্ত বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?
Created: 2 months ago
A
৫২নং অনুচ্ছেদ
B
৫৩নং অনুচ্ছেদ
C
৫৪নং অনুচ্ছেদ
D
৫৫নং অনুচ্ছেদ
রাষ্ট্রপতির অভিশংসন
-
সংবিধানের ৫২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে।
-
এজন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট প্রদান করতে হবে।
-
স্পীকারের নিকট নোটিশ প্রদানের দিন থেকে চৌদ্দ দিনের পূর্বে বা ত্রিশ দিনের পর এই প্রস্তাব আলোচিত হতে পারবে না।
-
যদি সংসদ অধিবেশনরত না থাকে, স্পীকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন।
অন্যদিকে:
-
অনুচ্ছেদ ৫৫ → মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৩ → অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫১ → রাষ্ট্রপতির দায়মুক্তি
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির উল্লেখ রয়েছে?
Created: 1 week ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা ও স্থানীয় শাসনব্যবস্থা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিচে অনুচ্ছেদগুলোর মূল বিষয়বস্তু তুলে ধরা হলো—
-
অনুচ্ছেদ ৫০ – রাষ্ট্রপতি-পদের মেয়াদ সম্পর্কিত বিধান নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ৫১ – রাষ্ট্রপতির দায়মুক্তি (Immunity of the President) বিষয়টি উল্লেখ করে, অর্থাৎ রাষ্ট্রপতির বিরুদ্ধে নির্দিষ্ট অবস্থায় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় না।
-
অনুচ্ছেদ ৫২ – রাষ্ট্রপতির অভিশংসন (Impeachment of the President) প্রক্রিয়া সংবিধানে বর্ণিত হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৩ – রাষ্ট্রপতির অসামর্থ্য (Incapacity) বা দায়িত্ব পালনে অক্ষমতার কারণে অপসারণের বিধান রয়েছে।
-
অনুচ্ছেদ ৫৪ – রাষ্ট্রপতি অনুপস্থিত বা দায়িত্ব পালনে অক্ষম থাকলে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
-
অনুচ্ছেদ ৫৫ – মন্ত্রিসভা (Council of Ministers) বিষয়টি ব্যাখ্যা করে, যা দেশের নীতি নির্ধারণ ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত।
-
অনুচ্ছেদ ৫৬ – মন্ত্রিগণ (Ministers) নিয়োগ ও দায়িত্ব সম্পর্কিত বিধান উল্লেখ করে।
-
অনুচ্ছেদ ৫৭ – প্রধানমন্ত্রীর মেয়াদ (Tenure of the Prime Minister) সম্পর্কে নির্দেশনা প্রদান করে।
-
অনুচ্ছেদ ৫৮ – অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ (Tenure of other Ministers) নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ৫৯ – স্থানীয় শাসন (Local Government) ব্যবস্থার নীতিমালা সংবিধানে নির্ধারিত আছে।
-
অনুচ্ছেদ ৬০ – স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা (Powers of Local Government Bodies) সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

0
Updated: 1 week ago