John Keats, known for his odes and sensuous imagery, was a prominent poet of which literary period?
A
Romantic Period
B
Victorian Period
C
Elizabethan Period
D
Modern Age
উত্তরের বিবরণ
Exactly ✅
The correct answer is Romantic Period.
John Keats (1795–1821)
-
A British Romantic Poet whose short life produced some of the most celebrated poetry in English literature.
-
His works are rich in imagination, sensuous imagery, and lyrical beauty.
-
He often used classical myths and legends to express profound truths about life and art.
Titles:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
Also trained as a Physician, Surgeon, and Doctor, but devoted himself to poetry.
Major Works:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia
👉 Despite his early death at just 25, Keats left behind a legacy that embodies the spirit of the Romantic Age: passion, beauty, and a search for truth through art.

0
Updated: 2 months ago
What is unique about Psyche compared to other deities, according to Keats?
Created: 1 month ago
A
She has no temple or altar
B
She has the strongest weapon
C
She rules the sea
D
She is older than Zeus
কিটস আক্ষেপ করে বলেন, সাইক সবচেয়ে সুন্দরী হলেও তাঁর নামে কোনো মন্দির, কোনো পুরোহিত, বা কোনো উৎসব নেই। অন্য দেবদেবীদের পূজা হয়, কিন্তু সাইক অবহেলিত। তাই কবি প্রতিজ্ঞা করেন তিনি নিজেই তাঁর মনের মধ্যে সাইককে পূজা করবেন।

0
Updated: 1 month ago
Which imagery does Keats use to describe the secret love of Cupid and Psyche?
Created: 1 month ago
A
They walk in a forest of gods
B
They lie in a deep secluded glade
C
They fly across the moon together
D
They dance in a palace of gold
কিটস সাইকি ও কিউপিডের প্রেমকে গোপন, নীরব আর অন্তরঙ্গ রূপে উপস্থাপন করেন। তিনি তাঁদের একটি নির্জন বনের ছায়াময় গ্লেডে বিশ্রামরত অবস্থায় কল্পনা করেন। এই দৃশ্য প্রকৃতির নীরবতার সঙ্গে মানবিক প্রেমের মিলন ঘটায়। প্রেম এখানে প্রকাশ্য উৎসব নয়, বরং গোপন অনুভূতি। এই চিত্রকল্প সাইকি দেবীর অবহেলিত অবস্থাকে আরও তীব্রভাবে প্রকাশ করে এবং দেখায় যে সৌন্দর্য ও প্রেম প্রায়ই অন্তর্নিহিত ও আড়ালে লুকিয়ে থাকে।

0
Updated: 1 month ago
In the poem, Keats calls Psyche—
Created: 1 month ago
A
“The queen of night”
B
“The latest-born and loveliest vision”
C
“The child of Apollo”
D
“The immortal bird”
কবিতার শুরুতেই কিটস সাইকিকে “latest-born and loveliest vision” বলে বর্ণনা করেন। এর মাধ্যমে তিনি বোঝান যে সাইকি ছিল গ্রিক পুরাণের শেষদিকের দেবী এবং সবচেয়ে সুন্দর। কিটস তাঁকে স্বপ্নের মতো মাধুর্যময় রূপে কল্পনা করেছেন।

0
Updated: 1 month ago