A
Wealth
B
Betrayal
C
Love and faith
D
War and victory
উত্তরের বিবরণ
ওথেলো ডেসডিমোনাকে যে রুমাল দেন তা তাদের প্রেম ও বিশ্বস্ততার প্রতীক। ইয়াগো এটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করে ওথেলোকে প্রতারিত করে। রুমাল নাটকের কেন্দ্রীয় প্রতীক হয়ে ওঠে, যা ভালোবাসা থেকে বিশ্বাসঘাতকতায় রূপ নেয়।

1
Updated: 2 weeks ago
Who provides comic relief through wit and wordplay in Hamlet?
Created: 2 weeks ago
A
Rosencrantz
B
Gravedigger
C
Laertes
D
Osric
Hamlet-এর গ্রেভডিগার দৃশ্য ট্র্যাজেডির মাঝেও হাস্যরস যোগ করে। কবরে খোঁড়ার সময় সে মজার কথাবার্তা ও শব্দের খেলা ব্যবহার করে মৃত্যু ও জীবনের ব্যঙ্গাত্মক সত্য প্রকাশ করে। এটি দর্শকদের মানসিক চাপ কমায় এবং নাটকের দার্শনিক দিককে গভীর করে তোলে।

1
Updated: 2 weeks ago
William Shakespeare is the author of-
Created: 3 weeks ago
A
The Sacred Flame
B
The Trail of a Judge
C
The Comedy of Errors
D
The Gift of the Magi
William Shakespeare is the author of- 'The Comedy of Errors'.
The Comedy of Errors
- ১৫৮৯-৯৪ সালের মধ্যবর্তী সময়ে লেখা এই five-acts comedy টি ১৬২৩ সালে তাঁর 'First Foilo' এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- It was based on Menaechmi by Plautus, with additional material from Plautus’s Amphitruo and the story of Apollonius of Tyre.
- দুইজন যমজ মনিবের দুইজন যমজ চাকরকে নিয়ে সৃষ্ট নানা হাস্যরসের কাহিনী নিয়ে এই নাটক রচিত।
- যমজ হলেও দুই ভাই একে অপরের সাথে পরিচিত নয় যদিও তারা একই শহরে থাকে।
- মনিব দুই ভাইয়ের নাম Antipholus আর চাকর ভাইদ্বয়ের নাম Dromio.
- তবে শেষমেষ বিভ্রান্তির অবসান হয় এবং সব চরিত্রের মিলন হয়।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটকের ভাবানুবাদ করেন এবং নাম দেন 'ভ্রান্তিবিলাস'।
• Main Characters:
- Antipholus of Syracuse,
- Dromio of Syracus্
- Antipholus of Ephesus,
- Egeon,
- Solinus,
- Luciana,
- Balthazar,
- Messenger,
- Courtesan,
- Luce,
- Emilia,
- Angelo,
- Adriana, etc.
• William Shakespeare
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.
• Notable comedies of Shakespeare:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- The Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
- The Two Gentlemen of Verona.
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 3 weeks ago
'The Merchant of Venice' is a Shakespearean play about-
Created: 1 week ago
A
a Jew
B
a Moor
C
a Roman
D
a Turk
‘দ্য মার্চান্ট অফ ভেনিস’
-
The Merchant of Venice হল উইলিয়াম শেক্সপিয়রের একটি ট্র্যাজি-কৌমেডি নাটক।
-
মূল গল্পের কেন্দ্রবিন্দু একজন ইহুদি সুদখোর Shylock, যিনি নগদ ঋণ দিয়ে ব্যবসা চালান।
-
নাটকটি পাঁচটি অঙ্কে বিভক্ত এবং প্রায় ১৫৯৬–৯৭ সালের দিকে লেখা হয়।
প্রধান চরিত্রগুলো:
-
Antonio – একজন ভেনিসের ব্যবসায়ী
-
Shylock – ইহুদি মানিলেন্ডার
-
Portia – Antonio’র বন্ধু ও Bassanio’র প্রেমিকা
-
Bassanio – Antonio’র বন্ধু
-
Jessica – Shylock-এর মেয়ে
কিছু গুরুত্বপূর্ণ উক্তি:
-
“All that glisters is not gold.”
-
“The devil can cite Scripture for his purpose.”
-
“It is a wise father that knows his own child.”
-
“Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.”
উৎস: Britannica

0
Updated: 1 week ago