Who is Brabantio?
A
Othello’s enemy in Cyprus
B
Desdemona’s father
C
Iago’s uncle
D
Cassio’s brother
উত্তরের বিবরণ
ব্রাবানশিও ভেনিসের সেনেটর এবং ডেসডিমোনার বাবা। তিনি মেয়ের সাথে ওথেলোর বিয়ে মেনে নেন না এবং আদালতে অভিযোগ করেন। যদিও অভিযোগ খারিজ হয়, তার ক্ষোভ ডেসডিমোনার জন্য একটি সামাজিক সংঘাত তৈরি করে।

1
Updated: 2 months ago
Othello's tragic flaw is:
Created: 1 month ago
A
Ambition
B
Pride
C
Greed
D
Jealousy
ওথেলোর ঈর্ষা হলো সেই প্রবল আবেগ যা ইয়াগো দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে। একবার “green-eyed monster” তার উপর দখল করলে, এটি তাকে এক মহৎ, বাগ্মী সেনাপতি থেকে অযৌক্তিক, হিংস্র এবং মানসিক যন্ত্রণায় ভুগা মানুষে রূপান্তরিত করে।
তার ঈর্ষাই তাকে সকল প্রমাণ ভুলভাবে ব্যাখ্যা করতে, বিশ্বস্ত স্ত্রীর প্রতি সন্দেহ করতে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করতে প্ররোচিত করে। নাটকের দ্বিতীয়ার্ধ মূলত তার ঈর্ষাতাপস্মা ও মানসিক অশান্তিতে নিমজ্জিত হওয়ার চরম চিত্র।

0
Updated: 3 weeks ago
Who delivers the final speech in Hamlet?
Created: 2 months ago
A
Horatio
B
Claudius
C
Fortinbras
D
Laertes
নাটকের শেষে Fortinbras ডেনমার্কে প্রবেশ করে এবং নিহত রাজপুত্র হ্যামলেটের জন্য সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়। তার শেষ বক্তব্য নাটকের করুণ পরিণতিকে রাষ্ট্রীয় ও ঐতিহাসিক পরিসরে নিয়ে যায়।

1
Updated: 2 months ago
Why does Macduff go to England?
Created: 2 months ago
A
To escape execution
B
To find the witches
C
To seek revenge on Banquo
D
To gather support from Malcolm
Macduff স্কটল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে যায় Malcolm-এর সাহায্য নিতে। সে Macbeth-এর স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করতে চায়। এই পদক্ষেপ Macbeth-এর সন্দেহ জাগায় এবং তার পরিবারকে হত্যার কারণ হয়।

1
Updated: 2 months ago