Who is Cassio?
A
Othello’s lieutenant
B
A Venetian senator
C
Desdemona’s cousin
D
Iago’s servant
উত্তরের বিবরণ
ক্যাসিও ওথেলোর বিশ্বস্ত লেফটেন্যান্ট। তিনি ভদ্র, দক্ষ এবং নৈতিকভাবে দৃঢ়। ইয়াগো ক্যাসিওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওথেলোকে বিশ্বাস করায় যে ক্যাসিও ও ডেসডিমোনার সম্পর্ক আছে। এতে ট্র্যাজেডির সূত্রপাত হয়।

1
Updated: 2 months ago
In which of the following plays do we find the famous soliloquy “Tomorrow, and tomorrow, and tomorrow”?
Created: 1 month ago
A
Hamlet
B
Macbeth
C
King Lear
D
Othello
Soliloquy হলো নাটকে চরিত্রের একক বক্তৃতা, যেখানে সে নিজের মনের অবস্থা দর্শকের সামনে প্রকাশ করে। Shakespeare নাটকে Soliloquy বারবার ব্যবহার করেছেন। Macbeth-এর “Tomorrow, and tomorrow, and tomorrow” হলো ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত soliloquy। এখানে Macbeth জীবনের অর্থহীনতা এবং ক্ষণস্থায়ীতা নিয়ে হতাশা প্রকাশ করে। সে বলে জীবন শুধু “walking shadow” বা “a tale told by an idiot”। Hamlet-এর বিখ্যাত soliloquy হলো “To be, or not to be”। King Lear এবং Othello-তেও soliloquy আছে, তবে Macbeth-এর উক্তিটি জীবনের শূন্যতা ও নিরাশার এক শক্তিশালী রূপক। Shakespeare soliloquy ব্যবহার করে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব উন্মোচন করেন এবং দর্শককে তার মানসিক জগতে নিয়ে যান।

3
Updated: 1 month ago
What is the witches’ prophecy for Macbeth at the beginning of the play?
Created: 2 months ago
A
He will be king
B
He will be betrayed by Banquo
C
He will die in battle
D
He will rule England
তিন ডাইনির ভবিষ্যদ্বাণী ছিল Macbeth প্রথমে থেন অফ কডর হবে, পরে রাজা হবে। এই ভবিষ্যদ্বাণীই তার লোভ ও উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। নাটকের ট্র্যাজেডির সূচনা এখান থেকেই।

0
Updated: 2 months ago
What is the significance of Prospero’s breaking of his staff?
Created: 2 months ago
A
Loss of power
B
End of magic
C
Forgiveness and reconciliation
D
All of the above
Prospero তার জাদুর দণ্ড ভেঙে ফেলা প্রতীকী কাজ। এটি তার জাদু-ক্ষমতার সমাপ্তি, প্রতিশোধ ত্যাগ, এবং ক্ষমার মাধ্যমে শান্তিতে ফেরার সিদ্ধান্ত প্রকাশ করে। এই দৃশ্য নাটকের থিম—ক্ষমা, মানবিকতা, পুনর্মিলন—কে গভীরভাবে ফুটিয়ে তোলে।

3
Updated: 2 months ago