Who is the main villain in Othello?
A
Cassio
B
Iago
C
Roderigo
D
Brabantio
উত্তরের বিবরণ
ইয়াগো ওথেলোর সহকারী হলেও ভেতরে গভীর বিদ্বেষ লালন করে। সে ক্যাসিওকে উন্নতি দেওয়ায় ঈর্ষান্বিত হয় এবং ওথেলোর মন ভাঙতে ষড়যন্ত্র করে। তার মিথ্যা কথায় ওথেলো প্রতারিত হয়। তাই ইয়াগো নাটকের প্রকৃত খলনায়ক।

1
Updated: 2 months ago
What is the main theme of King Lear?
Created: 2 months ago
A
War and peace
B
Love and friendship
C
Madness and betrayal
D
Justice and law

1
Updated: 1 month ago
What game are Ferdinand and Miranda playing when they are revealed to the nobles?
Created: 1 month ago
A
Checkers
B
Cards
C
Chess
D
Dice
প্লের শেষ অধ্যায়ে (Act V, Scene 1), যখন প্রসপেরো রাজা আলনসো এবং অন্যান্য অভিজাতদের সঙ্গে পুনর্মিলন ঘটান, তখন তিনি একটি শেষ বিস্ময় প্রকাশ করেন। তিনি পর্দা সরিয়ে দেখান ফার্ডিনান্দ এবং মিরান্ডা-কে, যাদের মৃত মনে করা হয়েছিল।
তারা সুখে একটি চেস খেলা খেলতে দেখা যায়। এই খেলা নিজেই প্রতীকী অর্থ বহন করে। রাজনীতি ও কৌশলের খেলা হিসেবে এটি ইঙ্গিত দেয় যে নবীন যুগলটি রাজনৈতিকভাবে উপযুক্ত এবং ভবিষ্যতে শাসক হিসাবে তাদের ভূমিকার জন্য প্রস্তুত।
খেলার নিয়ম নিয়ে তাদের হালকা মনোভাবপূর্ণ তর্ক তাদের পিতামাতার মৃত্যুঞ্জয় রাজনীতিক খেলাধুলার সঙ্গে তীব্র ভিন্নতা প্রকাশ করে, যা একটি নতুন, আশা পূর্ণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে।

2
Updated: 3 weeks ago
Shakespeare's creation Twelfth Night is a/an -
Created: 2 months ago
A
Comedy
B
Tragedy
C
Historical play
D
Narrative poem
Shakespeare's "Twelfth Night" একটি কমেডি নাটক।
• Twelfth Night:
- ১৬০২-০৩ সালের দিকে লেখা এই comedy টি ১৬২৩ সালে Shakespeare এর First Folio অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Viola এ নাটকের পটভূমি Illyria নামক কাল্পনিক অঞ্চলকে ঘিরে।
- এটি এই কমেডির কেন্দ্রীয় নারী চরিত্র।
- নাটকের শুরুতে তাকে পুরুষের ছদ্মবেশে দেখতে পাওয়া যায়।
- শেক্সপিয়ারের অন্যসব কমেডির হিরোইনদের মত "Viola" কেও লেখক সুন্দর এবং বুদ্ধিদৃপ্ত চরিত্র হিসেবে উপস্থাপন করেছে।
• Shakespeare:
- জন্মস্থান Stratford upon Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
Source: Britannica.com

0
Updated: 2 months ago