A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
উত্তরের বিবরণ
ওথেলো ভেনিসের সেনাপতি এবং নাটকের নায়ক। তিনি একজন মুর (আফ্রিকান বংশোদ্ভূত) হলেও যুদ্ধক্ষেত্রে সাহসের কারণে সম্মানিত। তার বিয়ে, হিংসা এবং ট্র্যাজেডিই নাটকের কাহিনিকে এগিয়ে নেয়।

1
Updated: 2 weeks ago
Which natural element is frequently used as a metaphor for Lear’s anger?
Created: 2 weeks ago
A
Fire
B
Thunder and storm
C
Earthquake
D
Flood
Lear-এর রাগ ও মানসিক অস্থিরতা প্রায়শই ঝড় ও বজ্রপাতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মিল ঘটায়।

0
Updated: 2 weeks ago
Why does Hamlet stage “The Mousetrap” play?
Created: 2 weeks ago
A
To entertain the court
B
To prove Claudius guilty by observing his reaction
C
To honor his father
D
To impress Ophelia
Hamlet নাটক মঞ্চস্থ করে Claudius-এর মুখভঙ্গি দেখে হত্যার প্রমাণ পেতে চায়।

1
Updated: 2 weeks ago
What does Ophelia do before she dies?
Created: 3 weeks ago
A
Marries Hamlet
B
Becomes queen
C
Goes mad
D
Kills Claudius
Ophelia হলেন উইলিয়াম শেকসপিয়রের “Hamlet” নাটকের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তার বাবা Polonius কে যখন Hamlet ভুলক্রমে হত্যা করে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পাগল (mad) হয়ে যায়।
সে গানে গানে নিজের দুঃখ প্রকাশ করে, অদ্ভুত আচরণ করতে থাকে এবং ফুল বিলি করতে থাকে। এই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই সে পরে জলে ডুবে মারা যায় — যেটা নাটকে দুর্ঘটনা না আত্মহত্যা, তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে তার মৃত্যুর আগে সে পাগল হয়ে যায়, এটাই নিশ্চিত।
সারাংশ: Ophelia goes mad before her death, due to the trauma of her father’s death and Hamlet’s behavior.

1
Updated: 3 weeks ago