A
এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
B
তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
C
যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
D
কম্পিউটার তৈরির নকশা
উত্তরের বিবরণ
- কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটারের প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল।
কম্পিউটার সফটওয়্যার:
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
অর্থাৎ, সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
উদাহরণ: DOS, Windows, MS Office, Adobe Photoshop, Video Player ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago