Who is the Moor of Venice in the play?
A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
উত্তরের বিবরণ
ওথেলো ভেনিসের সেনাপতি এবং নাটকের নায়ক। তিনি একজন মুর (আফ্রিকান বংশোদ্ভূত) হলেও যুদ্ধক্ষেত্রে সাহসের কারণে সম্মানিত। তার বিয়ে, হিংসা এবং ট্র্যাজেডিই নাটকের কাহিনিকে এগিয়ে নেয়।

1
Updated: 2 months ago
Shakespeare was not a/an-
Created: 1 month ago
A
Actor
B
Novelist
C
Playwright
D
Poet
William Shakespeare – Poet, Dramatist, Actor (Not a Novelist)
১. পরিচিতি
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচিতি:
-
English poet, dramatist, actor
-
Bard of Avon
-
English National Poet
-
Dr. Samuel Johnson-এর মতে, Poet of Human Nature
-
-
মোট সাহিত্যকর্ম: ১৫৪টি Sonnet, ৩৭টি Drama
২. উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems / Long Poems:
-
Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
৩. গুরুত্বপূর্ণ তথ্য
-
Shakespeare কখনো কোনো নভেল লিখেননি।
-
তার প্রধান সাফল্য নাটক ও কবিতার মাধ্যমে।

0
Updated: 1 month ago
What does Yorick’s skull symbolise in Hamlet’s reflection?
Created: 3 weeks ago
A
It provides comic relief in the scene
B
It motivates him to seek revenge immediately
C
It reminds Hamlet of death’s inevitability and human equality
D
It symbolizes Ophelia’s lost innocence
ইয়োরিকের খুলি হ্যামলেটকে মৃত্যু এবং মানুষের সমানতা সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। এটি স্মরণ করিয়ে দেয় যে রাজা হোক বা সাধারণ মানুষ, সবাই মৃত্যুর মুখোমুখি হয়।
খুলি দেখিয়ে শেক্সপিয়ার মানুষের অস্থায়ী জীবন ও সময়ের সীমা প্রতিফলিত করেছেন। হ্যামলেট শিশুকালের স্মৃতি, আনন্দ ও সম্পর্ক নিয়ে ভাবেন। এটি তার দার্শনিক মনোভাব এবং মানুষের অস্তিত্বের সীমাবদ্ধতা প্রকাশ করে।
নাটকে এটি মৃত্যুর সত্য এবং মানবজাতির সমতার প্রতীক। এই দৃশ্য হ্যামলেটের চিন্তাভাবনাকে গভীর করে এবং নাটকের দার্শনিক ও ট্র্যাজিক টোন তৈরি করে।

0
Updated: 3 weeks ago
Who says, “Put out the light, and then put out the light”?
Created: 2 months ago
A
Desdemona
B
Othello
C
Iago
D
Brabantio
এই লাইনটি ওথেলো বলে যখন সে ডেসডিমোনাকে হত্যা করার আগে প্রদীপ নিভিয়ে দেয়। প্রথম আলো নিভানো প্রতীকী, আর দ্বিতীয়টি তার স্ত্রীর জীবন। এখানে ভালোবাসা ও হত্যা একইসাথে মিশে আছে, যা নাটকের করুণ ট্র্যাজেডিকে গভীর করে।

2
Updated: 2 months ago