অ্যালটিমিটার (Altimeter) কি?
A
তাপ পরিমাপক যন্ত্র
B
উষ্ণতা পরিমাপক যন্ত্র
C
গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
D
উচ্চতা পরিমাপক যন্ত্র
উত্তরের বিবরণ
অ্যালটিমিটার – এটি একটি যন্ত্র যা উড়োজাহাজ বা অন্যান্য যানবাহনের উচ্চতা মাপতে সাহায্য করে।
-
ক্যালরিমিটার – তাপমাত্রা পরিবর্তন পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র।
-
ম্যানোমিটার – গ্যাস বা বায়ুর চাপ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
-
ট্যাকোমিটার – এটি উড়োজাহাজের চলমান গতি বা RPM (প্রতি মিনিটে ঘূর্ণনের সংখ্যা) পরিমাপ করে।
-
ওডোমিটার – মোটরগাড়ির মোট চলমান দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র।
-
অডিওমিটার – শব্দের তীব্রতা বা উচ্চতা পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র।
উৎস: ব্রিটানিকা বিশ্বকোষ (Encyclopedia Britannica)

0
Updated: 2 months ago
কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
Created: 2 months ago
A
পায়খানা, প্রস্রাবখানায়
B
গোসলখানায়
C
পুকুরে
D
নালায়
সলিড ফিনাইল
সলিড ফিনাইল হলো এক ধরনের শক্ত জীবাণুনাশক ও দুর্গন্ধ দূর করার উপকরণ। এটি সাধারণত টয়লেট, প্রস্রাবখানা বা স্যানিটারি জায়গায় ব্যবহার করা হয়, যেখানে দুর্গন্ধ থাকে এবং জীবাণু থাকে। এটি সেই সব দুর্গন্ধ দূর করে এবং জায়গাটিকে জীবাণুমুক্ত রাখে।
দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু রাসায়নিক জিনিস
-
সাবান ও ডিটারজেন্ট: শরীর ও কাপড় পরিষ্কার করতে ব্যবহার হয়।
-
টুথপেস্ট: দাঁত পরিষ্কার করতে এবং মুখের জীবাণু দূর করতে সাহায্য করে।
-
ব্লিচিং পাউডার: কাপড়ের দাগ তুলতে, পানি জীবাণুমুক্ত করতে ও পরিষ্কারক হিসেবে কাজে লাগে।
-
বেকিং সোডা: কেক বা রুটি ফোলাতে রান্নায় ব্যবহার হয়, আবার ঘর পরিষ্কার করতেও কাজে আসে।
-
ক্লোরোফর্ম: আগে এটি চিকিৎসায় রোগীকে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হতো।

0
Updated: 2 months ago
ফল পাকানোর জন্য দায়ী কী?
Created: 2 months ago
A
ইথিলিন
B
প্রপিন
C
লাইকোপেন
D
মিথিলিন
ফল (Fruit)
-
ফুলের গর্ভাশয় পরিপক্ক হয়ে ফল তৈরি করে।
-
বীজপাতার সংখ্যার ওপর ভিত্তি করে ফলকে দুই ভাগ করা হয়:
— একবীজপত্রী ফল (যেমন আম)
— বহু বীজপত্রী ফল (যেমন বরই) -
পরাগায়নের ধরন অনুযায়ী ফল দুই রকম:
— স্ব-পরাগী ফল
— পর-পরাগী ফল
— কখনও কখনও স্ব ও পর-পরাগী উভয় ধরণের ফলও হয়। -
গাছের জীবনকালের ওপর ভিত্তি করে ফলকে ভাগ করা হয়:
— স্বল্পমেয়াদী ফল
— দীর্ঘমেয়াদী ফল -
ফল দেওয়ার প্রকৃতির ওপর ভিত্তি করে:
— মনোকারপিক ফল (একটি গর্ভাশয় থেকে)
— পলিকারপিক ফল (একাধিক গর্ভাশয় থেকে) -
উৎপত্তির দিক থেকে ফল দুই রকম:
— প্রকৃত ফল (ফুলের গর্ভাশয় থেকে তৈরি)
— অপ্রকৃত ফল (ফুলের অন্য অংশ থেকে তৈরি) -
ফল পাকানোর জন্য প্রধান হরমোন হলো ইথিলিন।
-
ফলের লাল রঙের জন্য দায়ী রঞ্জক হলো লাইকোপেন।
-
ফুলের মঞ্জরীর গঠন অনুযায়ী ফলকে ভাগ করা হয়:
— সরল ফল
— যৌগিক ফল
— গুচ্ছফল -
ফলের বাইরের খোলস বা পেরিকার্পের বুনট অনুযায়ী:
— নিরস ফল
— সরস ফল
উৎস: স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 months ago
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Created: 1 month ago
A
মেরু অঞ্চলে
B
বিষুব অঞ্চলে
C
পাহাড়ের ওপর
D
পৃথিবীর কেন্দ্রে
বস্তুর ওজন ও অভিকর্ষজ ত্বরণ
-
একটি বস্তুর ওজন নির্ভর করে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ (g) এর উপর।
-
পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের গড় মান প্রায় ৯.৮ মিটার/সেকেন্ড²।
-
যেখানে অভিকর্ষজ ত্বরণ বেশি, সেই স্থানে বস্তুর ওজনও বেশি হয়।
-
বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কম হওয়ায় বস্তুর ওজনও তুলনামূলকভাবে কম থাকে।
-
মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ বেশি হওয়ায় বস্তুর ওজন বেশি হয়।
-
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হওয়ায় বস্তুর ওজনও শূন্য হয়।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি

0
Updated: 1 month ago