MKS পদ্ধতিতে ভরের একক-
A
কিলোগ্রাম
B
পাউন্ড
C
গ্রাম
D
আউন্স
উত্তরের বিবরণ
একক পদ্ধতি (Unit Systems)
১. এম.কে.এস. পদ্ধতি (মিটার-কিলোগ্রাম-সেকেন্ড)
-
দৈর্ঘ্য পরিমাপের একক: মিটার (m)
-
ভর পরিমাপের একক: কিলোগ্রাম (kg)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
২. সি.জি.এস. পদ্ধতি (সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড):
-
দৈর্ঘ্য পরিমাপের একক: সেন্টিমিটার (cm)
-
ভর পরিমাপের একক: গ্রাম (g)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
৩. এফ.পি.এস. পদ্ধতি (ফুট-পাউন্ড-সেকেন্ড):
-
দৈর্ঘ্য পরিমাপের একক: ফুট (ft)
-
ভর পরিমাপের একক: পাউন্ড (lb)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা বিশ্বকোষ।

0
Updated: 2 months ago
প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
Created: 1 month ago
A
৪০ - ৫০ ভাগ
B
৬০ - ৭০ ভাগ
C
৮০ - ৯০ ভাগ
D
৩০ - ২৫ ভাগ
প্রাকৃতিক গ্যাস
প্রাকৃতিক গ্যাস হলো শক্তির একটি পরিচিত উৎস। এটি মূলত ভূগর্ভ থেকে আহরণ করা হয় এবং তাপশক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজেও প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।
পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ ও চাপের প্রভাবে প্রাকৃতিক গ্যাস গঠিত হয়। এটি সাধারণত পেট্রোলিয়াম কূপের কাছাকাছি পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (Methane)। তাই এটি জীবাশ্ম শক্তির একটি উদাহরণ।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানসমূহ:
-
মিথেন (CH₄): ৮০–৯০% (বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে ৯৫–৯৯%)
-
ইথেন (C₂H₆): প্রায় ১৩%
-
প্রোপেন (C₃H₈): প্রায় ৩%
-
এছাড়া বিউটেন, ইথিলিন এবং নাইট্রোজেনও কিছু পরিমাণে থাকে।
প্রাকৃতিক গ্যাস আমাদের দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি ও পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে -
Created: 2 months ago
A
হাইড্রোজেন সরবরাহ করে
B
নাইট্রোজেন সরবরাহ করে
C
অক্সিজেন সরবরাহ করে
D
অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
ড্রাই কার্বন-ডাই-অক্সাইড একটি নিরাপদ অগ্নিনির্বাপণ উপাদান।
যখন এটি ব্যবহার করার যন্ত্রের ভালব খোলা হয়, তখন এটি গ্যাসে পরিণত হয়। এই গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং আগুনের চারপাশ থেকে অক্সিজেনকে সরিয়ে দেয়।
কারণ, কার্বন-ডাই-অক্সাইড অক্সিজেনের চেয়ে ভারী, তাই এটি নিচে জমে গিয়ে আগুনের কাছে থাকা অক্সিজেনকে বাধা দেয়। আর অক্সিজেন না থাকলে আগুন জ্বলতে পারে না।
রাসায়নিক অগ্নিনির্বাপকও ঠিক একইভাবে কাজ করে—এটি আগুনের অক্সিজেন পেতে বাধা দেয়, ফলে আগুন নিভে যায়।
উৎস: National Emergency Service website এবং Britannica.

0
Updated: 2 months ago
ফুসফুস আবৃত থাকে কোন পর্দা দ্বারা?
Created: 1 month ago
A
ডায়াফ্রাম
B
প্লুরা
C
পেরিকার্ডিয়াম
D
আলভিওলাস
ফুসফুস (Lung):
- ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ।
- বক্ষগহ্বরের ভিতর হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত।
- এটি স্পঞ্জের মতো নরম, কোমল ও হালকা লালচে রঙের।
- ডান ফুসফুস তিন খণ্ডে এবং বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত।
- ফুসফুস দুই ভাঁজবিশিষ্ট প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত।
- দুই ভাঁজের মধ্যে এক প্রকার রস নির্গত হয়। ফলে শ্বাসক্রিয়া চলার সময় ফুসফুসের সাথে বক্ষগাত্রের কোনো ঘর্ষণ হয় না।
- ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ, সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালি ও রক্তনালি থাকে।
- বায়ুথলিগুলোকে বলে অ্যালভিওলাস (Alveolus)।
- বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুক্লোম শাখাপ্রান্তে মৌচাকের মতো অবস্থিত।
- নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে।
- বায়ুথলি পাতলা আবরণী দিয়ে আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৈশিকনালিকা দিয়ে পরিবেষ্টিত।
- বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং পরে আপনা-আপনি সংকুচিত হয়।
- বায়ুথলি ও কৈশিক নালিকার গাত্র এত পাতলা যে এর ভিতর দিয়ে গ্যাসীয় আদানপ্রদান ঘটে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago