A
সূর্যরশ্মি
B
পীট কয়লা
C
পেট্রোল
D
প্রাকৃতিক গ্যাস
উত্তরের বিবরণ
শক্তির উৎস ও নবায়নযোগ্য শক্তি
শক্তির উৎস মূলত দুই ধরনের: নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য।
-
নবায়নযোগ্য শক্তি
-
এটি এমন শক্তি যা বারবার ব্যবহার করা যায়।
-
পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ, তাই এটিকে **“গ্রীন শক্তি”**ও বলা হয়।
-
উদাহরণ:
-
সৌরশক্তি (সূর্যরশ্মি)
-
বায়ু শক্তি
-
জলবিদ্যুৎ
-
ভূ-তাপীয় শক্তি
-
জোয়ার-ভাটার শক্তি
-
-
-
অনবায়নযোগ্য শক্তি
-
এটি এমন শক্তি যা একবার ব্যবহার হলে পুনঃব্যবহার করা যায় না।
-
উদাহরণ:
-
কয়লা
-
খনিজ তেল
-
প্রাকৃতিক গ্যাস
-
নিউক্লিয়ার শক্তি
-
-
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান-
Created: 2 weeks ago
A
তামা
B
দস্তা
C
ক্রোমিয়াম
D
এলুমিনিয়াম
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান হলো ক্রোমিয়াম।
সংকর ধাতু
- বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়।
- এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না।
- সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্ৰধান ধাতু এবং অন্য এক বা একাধিক পদার্থ থাকে অপ্রধান ধাতু বা অধাতু।
যেমন - পিতলের মধ্যে প্রধান ধাতু কপার থাকে 65% এবং জিংক 35% থাকে।
- প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করা হয়।
যেমন-
• স্টিলের মধ্যে লোহা প্রধান ধাতু এবং কার্বন অপ্রধান অধাতু। স্টিলে লোহা থাকে 99% এবং কার্বন থাকে 1% এজন্য স্টিলকে লোহার সংকর ধাতু বলা হয়।
• কাঁসার মধ্যে প্রধান ধাতু কপার থাকে 90%, টিন থাকে 10%। এজন্য কাঁসা কপারের সংকর ধাতু।
• আবার, পিতলে প্রধান ধাতু কপার থাকে 65% এবং অপ্রধান ধাতু জিংক থাকে 35%। এজন্য পিতলও কপারের সংকর ধাতু।
- কপারের দুইটি সংকর ধাতু আছে। যথা: পিতল (ব্রাস) ও কাঁসা (ব্রোঞ্জ)।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
MKS পদ্ধতিতে ভরের একক-
Created: 2 weeks ago
A
কিলোগ্রাম
B
পাউন্ড
C
গ্রাম
D
আউন্স
একক পদ্ধতি (Unit Systems)
১. এম.কে.এস. পদ্ধতি (মিটার-কিলোগ্রাম-সেকেন্ড)
-
দৈর্ঘ্য পরিমাপের একক: মিটার (m)
-
ভর পরিমাপের একক: কিলোগ্রাম (kg)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
২. সি.জি.এস. পদ্ধতি (সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড):
-
দৈর্ঘ্য পরিমাপের একক: সেন্টিমিটার (cm)
-
ভর পরিমাপের একক: গ্রাম (g)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
৩. এফ.পি.এস. পদ্ধতি (ফুট-পাউন্ড-সেকেন্ড):
-
দৈর্ঘ্য পরিমাপের একক: ফুট (ft)
-
ভর পরিমাপের একক: পাউন্ড (lb)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা বিশ্বকোষ।

0
Updated: 2 weeks ago
হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
Created: 1 week ago
A
ঐচ্ছিক
B
অনৈচ্ছিক
C
বিশেষ ধরনের ঐচ্ছিক
D
বিশেষ ধরনের অনৈচ্ছিক
হৃৎপিণ্ডের গঠন
হৃৎপিণ্ড মানুষের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি বক্ষগহ্বরের বাম দিকে, দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত এবং দেখতে কিছুটা ত্রিকোণাকার ও ফাঁপা।
-
হৃৎপিণ্ড হৃৎপেশি (cardiac muscle) নামের এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি।
-
পুরো হৃৎপিণ্ডকে বাইরের দিকে পেরিকার্ডিয়াম নামে পাতলা আবরণ ঢেকে রাখে।
-
এর প্রাচীর তিনটি স্তর দ্বারা গঠিত—
বহিঃস্তর (এপিকার্ডিয়াম)
-
এটি বাইরের স্তর, যোজক কলা দিয়ে তৈরি।
-
স্তরে কিছুটা চর্বি থাকে।
-
আবরণী কলা দিয়ে এটি আবৃত থাকে।
মধ্যস্তর (মায়োকার্ডিয়াম)
-
বহিঃস্তর ও অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে।
-
এটি শক্ত ও অনৈচ্ছিক হৃৎপেশি দিয়ে গঠিত।
-
হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ মূলত এই স্তরের কাজের মাধ্যমেই ঘটে।
অন্তঃস্তর (এন্ডোকার্ডিয়াম)
-
এটি ভেতরের স্তর।
-
হৃৎপিণ্ডের সব প্রকোষ্ঠ ও কপাটিকা এই স্তর দিয়ে আবৃত থাকে।
-
এ স্তর হৃৎপিণ্ডকে ভেতরে থেকে মসৃণ রাখে এবং চারটি প্রকোষ্ঠে বিভক্ত করে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago