কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
A
তামা
B
লোহা
C
রূপা
D
রাবার
উত্তরের বিবরণ
পদার্থের বৈদ্যুতিক পরিবাহিতা
-
যেসব পদার্থের মাধ্যমে তড়িৎপ্রবাহ সহজে চলতে পারে, সেগুলোকে পরিবাহী পদার্থ বলা হয়।
উদাহরণ: তামা, রূপা, অ্যালুমিনিয়াম। -
যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ hardly চলতে পারে বা চলতে পারে না, কারণ সেখানে মুক্ত ইলেকট্রন থাকে না, সেগুলো অপরিবাহী বা বিদ্যুৎবিরোধী পদার্থ।
উদাহরণ: প্লাস্টিক, রাবার, কাঠ, গ্লাস।
উৎস: নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান।

0
Updated: 2 months ago
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী?
Created: 1 month ago
A
আইসোটোন
B
আইসোটোপ
C
আইসোবার
D
আইসোমার
ক্যান্সারের চিকিৎসায় গামা রশ্মি ব্যবহার করা হয়, এবং এর উৎস হিসেবে বিশেষ ধরনের আইসোটোপ ব্যবহৃত হয়। আইসোটোপ হলো সেই পরমাণু, যাদের প্রোটনের সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা ভিন্ন। ক্যান্সারের চিকিৎসায় সাধারণত কোবাল্ট-৬০ (⁶⁰Co) আইসোটোপ ব্যবহৃত হয়।
⁶⁰Co থেকে নির্গত গামা রশ্মি টিউমারের কোষ ধ্বংস করতে সাহায্য করে। এছাড়া, টিউমারের অবস্থান শনাক্ত করতেও এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি,রসায়ন, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
Created: 1 month ago
A
ঘনীভবন
B
বাষ্পীভবন
C
গলনাংক
D
স্ফুটনাংক
কঠিন পদার্থ এবং গলনাঙ্কের মাধ্যমে বিশুদ্ধতা নির্ণয়
-
একটি কঠিন পদার্থের বিশুদ্ধতা তার গলনাঙ্ক দেখে বোঝা যায়।
-
যে তাপমাত্রায় পদার্থটি গলতে শুরু করে, সেই তাপমাত্রাকেই গলনাঙ্ক বলা হয়।
-
যদি কঠিনের মধ্যে কোনো অপদ্রব্য বা মিশ্রণ থাকে, তবে পদার্থটি তার স্বাভাবিক গলনাঙ্কে গলবে না; গলনাঙ্ক কমে যাবে এবং গলতে সময় লাগবে।
তরল পদার্থ এবং স্ফুটনাঙ্কের মাধ্যমে বিশুদ্ধতা নির্ণয়
-
কোনো তরল পদার্থ বিশুদ্ধ কি না তা নির্ণয় করা যায় তার স্ফুটনাঙ্ক পরীক্ষা করে।
-
বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট থাকে, আর মিশ্রণ থাকলে তা পরিবর্তিত হয়।
উৎস: রসায়ন পাঠ্যবই, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 month ago
একটি বাল্বে '60W-220V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
Created: 1 month ago
A
16.36
B
160
C
280
D
806.67
প্রশ্ন: একটি বাল্বে '60W-220V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
সমাধান:
এখানে,
বিভব পার্থক্য, V = 220V
ক্ষমতা, P = 60 W
রােধ, R = ?
আমরা জানি,
P = V2/R
বা, R = V2/P
বা, R = (220×220)/60
∴ R = 806.67 ওহম।

0
Updated: 1 month ago