ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
A
আরেক ফাল্গুন
B
জীবন ঘষে আগুন
C
নন্দিত নরকে
D
পিঙ্গল আকাশ
উত্তরের বিবরণ
'আরেক ফাল্গুন' উপন্যাস
বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি রচনা করেন।
- ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
- 'আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো'- এই উপন্যাসের সংলাপ।
• এই উপন্যাসের চরিত্র গুলো হলো:
- মুমিন,
-আসাদ,
- রসুল,
- সালমা।
জহির রায়হান রচিত উপন্যাস:
- হাজার বছর ধরে,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- তৃষ্ণা,
- শেষ বিকেলের মেয়ে,
- কয়েকটি মৃত্যু।
অন্যদিক,
• হাসান আজিজুল হক রচিত 'জীবন ঘষে আগুন' গল্পগ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
• 'নন্দিত নরকে' হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস।
• পিঙ্গল আকাশ কথা সাহিত্যিক শওকত আলী লিখিত প্রথম উপন্যাস। ১৯৬৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 2 weeks ago
'রাজলক্ষ্মী' কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র?
Created: 1 week ago
A
চরিত্রহীন
B
দেনাপাওনা
C
শ্রীকান্ত
D
চোখের বালি
• 'শ্রীকান্ত' উপন্যাস:
-
ধরন: শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস
-
গঠন: চারটি খণ্ডে রচিত
-
প্রকাশ:
-
প্রথম খণ্ড: মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭), শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে; লেখকের নাম মুদ্রিত হয়েছে 'শ্রী শ্রীকান্ত শর্মা'
-
দ্বিতীয় ও তৃতীয় খণ্ড: মাসিক 'ভারতবর্ষে'
-
চতুর্থ খণ্ড: প্রকাশিত 'বিচিত্র' পত্রিকায়
-
-
বিখ্যাত কিশোর চরিত্র: ইন্দ্রনাথ
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
মূল চরিত্র: শ্রীকান্ত, রাজলক্ষ্মী, অন্নদাদিদি, অভয়া, রোহিণী, কমললতা
-
চরিত্রহীন: সতীশ, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী
-
পল্লীসমাজ: রমা, রমেশ, বেণী, বলরাম
-
চোখের বালি: মহেন্দ্র, আশালতা, বিনোদিনী
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
মৃত্যুক্ষুধা
B
আলেয়া
C
ঝিলিমিলি
D
মধুমালা
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা।
- মৃত্যুক্ষুধা ।
- কুহেলিকা।
• 'মৃত্যুক্ষুধা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩১ সালে।
- নারী জীবনের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়েছে।
- দারিদ্য, ক্ষুধা, দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে সপরিবারে মেজ-বৌয়ের মুসলিম থেকে খ্রিষ্ট ধর্মান্তর গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে গল্পে। অন্যদিকে গল্পের নায়কা রুবি আনসারকে ভালোবাসালেও রুবির পিতা তাকে বিয়ে দেয় আইসিএস পরীক্ষার্থী মোয়াজ্জেমের সঙ্গে। মোয়াজ্জেমের মৃত্যুর পর বিধবা রুবির জীবনে নেমে আসে সমাজের বিধিনিষেধ।
• ‘বাঁধন-হারা' উপন্যাস:
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
• 'কুহেলিকা' উপন্যাস:
- ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় 'কুহেলিকা' উপন্যাস প্রকাশ আরম্ভ হয়।
- গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দে(১৯৩১)।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, ''ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।''
অন্যদিকে,
• কাজী নজরুল ইসলাম রচিত তাঁর রচিত গীতিনাট্য: আলেয়া, মধুমালা।
• কাজী নজরুল ইসলাম রচিত তিনটি ছোট নাটকের গ্রন্থ হচ্ছে ঝিলিমিলি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'প্রায়শ্চিত্ত' নাটকের চরিত্র নয় কোনটি?
Created: 1 week ago
A
উদয়াদিত্য
B
অমল
C
সুরমা
D
ধনঞ্জয়
‘প্রায়শ্চিত্ত’ নাটক
-
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৌঠাকুরাণীর হাট’ উপন্যাসের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
-
এটি প্রকাশিত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে।
-
নাটকটি পঞ্চাঙ্কের এবং বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক।
-
নাটকে টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি এবং গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস লক্ষ্য করা যায়।
-
‘প্রায়শ্চিত্ত’ নাটকের নতুন ও পরিবর্তিত সংস্করণ হলো ‘পরিত্রাণ’, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়।
‘প্রায়শ্চিত্ত’ নাটকের উল্লেখযোগ্য চরিত্র
-
ধনঞ্জয় বৈরাগী
-
সুরমা
-
উদয়াদিত্য
-
বিভা
অন্য নাটকের উল্লেখযোগ্য চরিত্র
-
ডাকঘর → অমল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago