A
আকাংখা
B
আকাঙ্ক্ষা
C
আকাঙ্খা
D
আকাংক্ষা
উত্তরের বিবরণ
• শুদ্ধ বানান - আকাঙ্ক্ষা।
• আকাঙ্ক্ষা (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = আ+√কাঙ্ক্ষ্+অ+আ।
অর্থ: ইচ্ছা, বাসনা, অভিলাষ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
সচ্ছল
B
সচ্ছুল
C
সচ্চল
D
সচ্চছল
এটি একটি দেশি শব্দ। এর অর্থ ‘অভাবহীন, সম্পদশালী; সংগত’।

0
Updated: 1 month ago
কোনটি সঠিক বানান?
Created: 4 weeks ago
A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
শুদ্ধ বানান- নিশীথিনী।
• নিশীথিনী (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়- নিশীথ+ইন্+ঈ।
অর্থ:
- গভীর রাত,
- রজনি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 weeks ago
নিচের কোনটি সঠিক বাক্য?
Created: 2 weeks ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

0
Updated: 2 weeks ago