কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
A
পদ্মরাগ
B
পদ্মগোখরা
C
পদ্মাপুরাণ
D
পদ্মাবতী
উত্তরের বিবরণ
পদ্মগোখরা:
-
এটি কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্প।
-
‘পদ্মগোখরা’ গল্পটি তাঁর গল্পগ্রন্থ ‘শিউলিমালা’-এর অন্তর্ভুক্ত।
গল্পগ্রন্থ ‘শিউলিমালা’:
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
প্রথম প্রকাশ: ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিক (১৯৩১ খ্রি.)
-
এতে অন্তর্ভুক্ত গল্পসমূহ:
-
পদ্মগোখরা
-
জিনের বাদশা
-
অগ্নিগিরি
-
শিউলিমালা
-
কাজী নজরুল ইসলাম:
-
জন্ম: ২৪ মে ১৮৯৯, চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
ডাকনাম: দুখু মিয়া
-
বাংলাদেশের জাতীয় কবি ও অবিভক্ত বাংলার সাহিত্য ও সংস্কৃতির একজন বিশিষ্ট ব্যক্তি
-
বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত ‘বুলবুল’ নামে
তিনি রচিত অন্যান্য গল্পগ্রন্থ:
-
ব্যথার দান
-
শিউলিমালা
-
রিক্তের বেদন
অন্যান্য পদ্ম-শিরোনামের সাহিত্যকর্ম:
-
পদ্মাবতী: মহাকবি সৈয়দ আলাওলের কাব্যগ্রন্থ
-
পদ্মাবতী নাটক: মাইকেল মধুসূদন দত্তের রচনা
-
পদ্মরাগ: বেগম রোকেয়া রচিত উপন্যাস
-
পদ্মাপুরাণ: মনসামঙ্গল কাব্যের অপর নাম
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' কোন ধরনের পত্রিকা?
Created: 2 weeks ago
A
মাসিক
B
দৈনিক
C
অর্ধ-সাপ্তাহিক
D
বার্ষিক
'ধূমকেতু' পত্রিকা
-
সম্পাদনা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২২, অর্ধ-সপ্তাহিক পত্রিকা (সপ্তাহে দুবার প্রকাশিত)
-
প্রেক্ষাপট: বিশের দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলনের ব্যর্থতার পর সশস্ত্র বিপ্লববাদের পুনরাবির্ভাবে ধূমকেতু পত্রিকার তাৎপর্যপূর্ণ অবদান ছিল।
-
বিশেষত্ব: এক অর্থে পত্রিকাটি হয়ে উঠেছিল সশস্ত্র বিপ্লবীদের মুখপত্র।
-
প্রকাশক সংস্থা: ‘কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু’
-
২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হলে, ৮ নভেম্বর ওই সংখ্যা নিষিদ্ধ করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর পত্রিকার সাফল্য কামনা করে লিখেন:
'আয় চলে আয় রে ধূমকেতু
আঁধারে বাঁধ অগ্নিসেতু দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তাের বিজয়কেতন।'

0
Updated: 2 weeks ago
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
Created: 1 month ago
A
অগ্নি-বীণা
B
সাম্যবাদী
C
ছায়ানট
D
ভাঙার গান
অগ্নি-বীণা কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২২ সাল
-
এটি নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, তবে এটি ছিল তাঁর দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ।
-
কাব্যগ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বাংলা কবিতার জগতে নতুন যুগের সূচনা ঘটে।
-
প্রথম সংস্করণ প্রকাশের পরপরই শেষ হয়ে যায়, যা নজরুলের জনপ্রিয়তার সাক্ষ্য বহন করে।
-
এতে মোট ১২টি কবিতা রয়েছে।
অন্তর্ভুক্ত ১২টি কবিতা
১. প্রলয়োল্লাস
২. বিদ্রোহী
৩. রক্তাম্বর-ধারিণী মা
৪. আগমণী
৫. ধূমকেতু
৬. কামাল পাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মোহররম
‘অগ্নি-বীণা’র সর্বাধিক জনপ্রিয় কবিতা হলো “বিদ্রোহী”, যার জন্য নজরুল চিরকালের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
‘ধূমকেতু’ পত্রিকায় কোন কবিতা প্রকাশের কারণে কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল?
Created: 2 weeks ago
A
খেয়াপারের তরণী
B
প্রলয়োল্লাস
C
আনন্দময়ীর আগমনে
D
বিদ্রোহী
‘ধূমকেতু’ ছিল কাজী নজরুল ইসলামের এক বিপ্লবী সাহিত্য-উদ্যোগ, যা প্রথম প্রকাশিত হয় ১২ আগস্ট ১৯২২ সালে। এটি ছিল সপ্তাহে দু’বার প্রকাশিত একটি পত্রিকা, যার মাধ্যমে নজরুল তাঁর বিপ্লবী চেতনা ও রাজনৈতিক সচেতনতা তুলে ধরেন। বিশের দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলনের ব্যর্থতার পর যে সশস্ত্র বিপ্লববাদের নতুন জোয়ার দেখা দেয়, তাতে এই পত্রিকার ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। এক কথায়, ‘ধূমকেতু’ সশস্ত্র বিপ্লবীদের মুখপত্রে পরিণত হয়েছিল।
-
পত্রিকার শীর্ষে মুদ্রিত হতো রবীন্দ্রনাথের আশীর্বাণী— “কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু। আধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এ দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।”
-
‘ধূমকেতু’র আগমনী সংখ্যায় নজরুল প্রকাশ করেন তাঁর রাজনৈতিক প্রতীকময় কবিতা ‘আনন্দময়ীর আগমনে’। এই কবিতার কারণে ৮ নভেম্বর সংখ্যাটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে এবং নজরুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়।

0
Updated: 2 weeks ago