A
দর্পণের কাজ করে
B
আতষীকাচের কাজ করে
C
লেন্সের কাজ করে
D
প্রিজমের কাজ করে
উত্তরের বিবরণ
- রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে।
- প্রিজমে সাদা আলো পতিত হলে তা সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয়।
যথা: বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল, একে আলোর বিচ্ছুরণ বলে।
- বৃষ্টির ফোটায় সূর্যের আলো পড়লে তা প্রিজমের নেয় কাজ করে।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago