A
দ্বন্দ্ব সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
তৎপুরুষ সমাস
D
কর্মধারয় সমাস
উত্তরের বিবরণ
দ্বন্দ্ব শব্দের সাধারণ অর্থ হলো সংঘাত বা বিবাদ। কিন্তু সমাসশাস্ত্রে দ্বন্দ্বের অর্থ “মিলন, জোড়া বা যুগল” বোঝায়। অর্থাৎ যে সমাসে সংযুক্ত প্রত্যেক পদের গুরুত্ব সমান থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়।
উদাহরণ:
-
জায়া + পতি = দম্পতি
-
ক্ষুধা + পিপাসা = ক্ষুৎপিপাসা
-
আলো + ছায়া = আলোছায়া
লক্ষ্য করুন, এই সমাসে পূর্বপদ ও পরপদের সম্পর্ক বোঝাতে সাধারণত ‘ও’, ‘এবং’, ‘আর’-এর মতো সংযোজক ব্যবহার করা হয়।
দ্বন্দ্ব সমাসের প্রধান প্রকার:
-
মিলনার্থক দ্বন্দ্ব
-
বিরোধার্থক দ্বন্দ্ব
-
বিপরীতার্থক দ্বন্দ্ব
-
অঙ্গবাচক দ্বন্দ্ব
-
বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব
-
সংখ্যাবাচক দ্বন্দ্ব
-
সমার্থক দ্বন্দ্ব
-
একশেষ দ্বন্দ্ব
-
অলুক দ্বন্দ্ব
-
নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago
'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Created: 1 month ago
A
সমাস
B
সন্ধি
C
প্রত্যয়
D
উপসর্গ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান,
• নবান্ন (বিশেষ্য পদ),
অর্থ:
- নতুন অন্ন।
- দুধ গুড় নারকেল কলা প্রভৃতির সঙ্গে নতুন আতপ চাল খাওয়ার উৎসববিশেস-হৈমন্তী ধান কাটার পর অগ্রহায়ণ মাসে (বিশেষ করে হিন্দু সমাজে) অনুষ্ঠিত একটি উৎসব।
• নবান্ন = নব যে অন্ন; কর্মধারয় সমাসের উদাহরণ।
অন্যদিকে
• নবান্ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: নব + অন্ন = নবান্ন।
- নবান্ন হলো স্বরসন্ধির উদাহরণ।
উল্লেখ্য,
• মনে রাখা প্রয়ােজন যে, সন্ধির সাহায্যে শব্দ গঠনের প্রচলিত ধারণা যথাযথ নয়। সন্ধি মূলত একটি ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া যা শব্দস্তরে প্রযুক্ত হয়। তবে সন্ধির মাধ্যনে নতুন শব্দ গঠন হয় না।
[ সুতরাং ‘নবান্ন’ শব্দের গঠন অনুসারে, সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হবে সমাস।]

0
Updated: 1 month ago
প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি?
Created: 1 week ago
A
খোশমেজাজ
B
বিড়ালচোখী
C
দশগজি
D
ঊনপাঁজুরে

0
Updated: 1 week ago
কোনটি দ্বিগু সমাস?
Created: 2 weeks ago
A
সপ্তাহ
B
পরিভ্রমণ
C
আমরণ
D
মনগড়া
'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।

0
Updated: 2 weeks ago