A
কলাপী
B
নীরধি
C
বিটপী
D
অবনি
উত্তরের বিবরণ
সমার্থক শব্দের উদাহরণ
-
‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
-
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ: কলাপী।
-
‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ: নীরধি।
-
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: অবনি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 4 days ago
A
অন্তরীক্ষ
B
বিভু
C
প্রভাকর
D
সুধাকর
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ: খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। অন্যদিকে, ‘বিভু’ শব্দের অর্থ— আল্লাহ, ঈশ্বর; বিধাতা। ‘প্রভাকর’; ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ ‘সুধাকর’; ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ।

0
Updated: 4 days ago
‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 3 months ago
A
অবনী
B
পৃথ্বী
C
নীর
D
ক্ষিতি
নেই

0
Updated: 3 months ago
'কানন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 6 days ago
A
ফুল
B
অরণ্য
C
বৃক্ষ
D
কন্যা
• 'বন' শব্দের সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 6 days ago