A
সুইডেন
B
নেদারল্যান্ডস
C
ডেনমার্ক
D
ইংল্যান্ড
উত্তরের বিবরণ
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি ডেনমার্কের অংশ হলেও ভূগোলিকভাবে উত্তর আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুউক।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর:
Created: 6 days ago
A
ভিয়েনা
B
জেনেভা
C
প্যারিস
D
লন্ডন
আন্তর্জাতিক রেড ক্রস (Red Cross) সংক্রান্ত তথ্য
-
সম্পূর্ণ নাম: The International Red Cross and Red Crescent Movement (সংক্ষেপে রেড ক্রস)।
-
প্রকৃতি: এটি একটি সেবামূলক মানবিক প্রতিষ্ঠান।
-
মূল লক্ষ্য: যুদ্ধ ও সংঘাতের সময় আহত ও অসহায় মানুষদের সহায়তা করা।
-
প্রতিষ্ঠার তারিখ: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
-
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
-
প্রতিষ্ঠাতা: হেনরী ডুনান্ট (Jean Henri Dunant)।
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
বিশ্বব্যাপী কার্যক্রম: প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে মানবিক কার্যক্রম চালাচ্ছে এবং মানবতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
হেনরী ডুনান্ট ৮ মে, ১৮২৮ সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর স্মৃতিতে প্রতিবছর বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়।
-
এই দিবসটি বিশ্বব্যাপী ১৯১টি দেশে পালন করা হয়।
উৎস: Red Cross ওয়েবসাইট।

0
Updated: 6 days ago
নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?
Created: 6 days ago
A
ভারত
B
চীন
C
মিয়ানমার
D
আফগানিস্তান
চীন: সর্বাধিক সীমান্তবর্তী দেশ
চীন, যা পূর্ব এশিয়ায় অবস্থিত, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এর রাজধানী বেইজিং এবং সরকারি মুদ্রা ইউয়ান। দেশের প্রধান ভাষা মান্দারিন এবং আইনসভা হলো ন্যাশনাল পিপলস কংগ্রেস। বর্তমানে রাষ্ট্রপতি শি জিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
চীনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এর বৃহৎ সংখ্যক প্রতিবেশী দেশ। চীনের সঙ্গে মোট ১৪টি দেশের স্থল সীমান্ত আছে। এই দেশগুলো হলো:
-
আফগানিস্তান
-
ভুটান
-
ভারত
-
কাজাখস্তান
-
কিরগিজস্তান
-
লাওস
-
মঙ্গোলিয়া
-
মায়ানমার
-
নেপাল
-
উত্তর কোরিয়া
-
পাকিস্তান
-
রাশিয়া
-
তাজিকিস্তান
-
ভিয়েতনাম
তুলনামূলকভাবে, ভারতের সঙ্গে ৮টি দেশ, মিয়ানমারের সঙ্গে ৫টি দেশ এবং আফগানিস্তানের সঙ্গে ৬টি দেশের সীমান্ত রয়েছে।
সর্বাধিক সংখ্যক প্রতিবেশী দেশ দ্বারা পরিবেষ্টিত রাষ্ট্রের তালিকা:
-
চীন – ১৪টি দেশ
-
রাশিয়া – ১৪টি দেশ
-
ব্রাজিল – ১০টি দেশ
-
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র – ৯টি দেশ
-
জার্মানি – ৯টি দেশ
উৎস: WorldAtlas

0
Updated: 6 days ago
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
Created: 3 days ago
A
IFC
B
IBRD
C
MIGA
D
ICSID
বিশ্বব্যাংক এবং এর সম্পর্কিত সংস্থা IFC সংক্রান্ত তথ্য
বিশ্বব্যাংক গ্রুপ:
বিশ্বব্যাংক মূলত পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে সহায়তা করে। এই প্রতিষ্ঠানগুলো হলো:
-
International Bank for Reconstruction and Development (IBRD) – সাধারণত “বিশ্বব্যাংক” নামে পরিচিত।
-
International Finance Corporation (IFC) – বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে।
-
Multilateral Investment Guarantee Agency (MIGA) – বিদেশী বিনিয়োগকে গ্যারান্টি দেয়।
-
International Center for Settlement of Investment Disputes (ICSID) – বিনিয়োগ সংক্রান্ত বিরোধ সমাধান করে।
-
International Development Association (IDA) – সবচেয়ে দরিদ্র দেশগুলিতে আর্থিক সহায়তা প্রদান করে।
IBRD সংক্ষিপ্ত ইতিহাস:
-
IBRD-এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development।
-
১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে IBRD প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আনুষ্ঠানিকভাবে এটি ১৯৪৬ সালের জুনে কার্যক্রম শুরু করে।
-
IMF ও IBRD দুইটি প্রতিষ্ঠানকে একত্রে ব্রেটন উডস যমজ বলা হয়।
IFC সংক্ষিপ্ত তথ্য:
-
IFC-এর পূর্ণরূপ হলো International Finance Corporation।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালের ২০ জুলাই।
-
IFC-এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি।
-
সদর দফতর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
-
সংস্থার মূল কাজ হলো স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 3 days ago