'গ্রীনল্যান্ড'-এর মালিকানা কোন দেশের?
A
সুইডেন
B
নেদারল্যান্ডস
C
ডেনমার্ক
D
ইংল্যান্ড
উত্তরের বিবরণ
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি ডেনমার্কের অংশ হলেও ভূগোলিকভাবে উত্তর আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুউক।
উৎস: Britannica

0
Updated: 2 months ago
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
লন্ডন
B
ব্রাসেলস
C
বন
D
প্যারিস
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
ইউরোপীয় ইউনিয়ন বা EU হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
-
এটি গঠিত হয়েছে ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
-
এর প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলস শহরে।
-
শুরুতে এই জোটে ছিল ৬টি দেশ।
-
বর্তমানে EU-ভুক্ত দেশের সংখ্যা ২৭টি।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো হলো
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
EU-এর একক মুদ্রার নাম ইউরো।
-
ইউরো মুদ্রার ধারণা দিয়েছিলেন অর্থনীতিবিদ রবার্ট মুন্ডেল।
-
ইউরো চালু হয় ১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
-
EU দেশগুলোর সীমান্ত রক্ষার জন্য একটি বাহিনী রয়েছে, যার নাম FRONTEX।
তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
Created: 1 month ago
A
২১ এপ্রিল
B
২ অক্টোবর
C
২৬ জানুয়ারি
D
১০ মে
ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং এর স্বাধীনতা লাভের দিন হলো ১৫ আগস্ট, ১৯৪৭। ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ এবং একই তারিখে দেশটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়।
এছাড়া ভারতে প্রতি বছর ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়, আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো:
-
জাতীয় প্রতীক: অশোকচক্র
-
অঙ্গরাজ্য: ২৮টি
-
আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট, যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)
-
লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি
-
রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি
ভারতের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য:
-
প্রথম প্রধানমন্ত্রী: জওহরলাল নেহরু
-
প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ
-
প্রথম মুসলিম রাষ্ট্রপতি: জাকির হোসেন
-
প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল
-
বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী
-
বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)

0
Updated: 1 month ago
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় :
Created: 1 month ago
A
স্থলবেষ্টিত রাষ্ট্র
B
নিরপেক্ষ রাষ্ট্র
C
বাফার রাষ্ট্র
D
জিরো সাম রাষ্ট্র
বাফার রাষ্ট্র
বাফার রাষ্ট্র হলো এমন একটি ছোট বা মাঝারি শক্তির দেশ, যা দুই বা ততোধিক বৃহৎ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মাঝখানে অবস্থিত থাকে। এই ধরনের দেশ সাধারণত বড় শক্তির মধ্যে সংঘাত বা সরাসরি দ্বন্দ্ব এড়াতে সাহায্য করে এবং শক্তির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।
উদাহরণস্বরূপ, ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত বেলজিয়াম, ভারতের এবং চীনের মধ্যে অবস্থিত নেপাল ও ভুটান, এবং চীন ও রাশিয়ার মধ্যে অবস্থিত মঙ্গোলিয়া হলো বাফার রাষ্ট্রের পরিচিত উদাহরণ।
উৎস: Britannica

0
Updated: 1 month ago