A
ইরান
B
ইন্দোনেশিয়া
C
তুরস্ক
D
ইয়েমেন
উত্তরের বিবরণ
তাওয়াক্কুল কারমান
তাওয়াক্কুল কারমান ইয়েমেনের নাগরিক এবং একজন প্রখ্যাত সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও মানবাধিকার কর্মী। তিনি মহিলাদের নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য অহিংস আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। এই অবদানের জন্য তিনি ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য বিষয়, ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার তিনজন মহিলার মধ্যে বিতরণ করা হয়েছিল:
-
ইয়েমেনের তাওয়াক্কুল কারমান
-
লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ
-
লাইবেরিয়ার নাগরিক লেমাহ বোয়িই
নরওয়ের নোবেল শান্তি কমিটির মতে, এই তিন মহিলাকে পুরস্কার দেওয়া হয়েছে তাদের অহিংস উপায়ে মহিলাদের অধিকার নিশ্চিত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন -
Created: 1 month ago
A
ইয়াসির আরাফাত
B
জিমি কার্টার
C
কফি আনান
D
মাদার তেরেসা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন জিমি কার্টার।
উল্লেখ্য,
২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
সাহিত্যে ১৯৯৮ -এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
Created: 1 month ago
A
অরুন্ধতি রায়
B
সালমান রুশদী
C
ভি এস নাইপল
D
হোসে সারামাগো
১৯৯৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন স্পেনীশ লেখক হোসে সারামাগো।
২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
Created: 1 month ago
A
আর কে নারায়ণন
B
অরুন্ধতি রায়
C
হারমান হেস
D
গুন্টার গ্রাস
১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস, যার বিখ্যাত উপন্যাস ‘দি টিন ড্রাম’-এর জন্য তিনি এই সম্মান পান।
তবে চলতি বছর ২০২৪ সালের নোবেল বিজয়ীদের তালিকাও অত্যন্ত গুরুত্বপুর্ণ, যেখানে রয়েছে:
-
সাহিত্য: হান কাং
-
চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান
-
পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড এবং জিওফ্রে ই. হিন্টন
-
রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পার
-
অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন
-
শান্তি: জাপানের সংস্থা নিহন হিদানকিও
উল্লেখ্য, এই তথ্যগুলো Nobel Prize ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

0
Updated: 1 month ago