আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান 'স্টিলথ ড্রোন'টি কী?
A
বোমারু বিমান চালিত
B
মিগ চালিত
C
হেলিকপ্টার চালিত
D
শক্তিশালী রকেট চালিত
উত্তরের বিবরণ
স্টিলথ ড্রোন
-
ড্রোন হলো এমন একটি বিমান যা মানুষের সাহায্য ছাড়া উড়তে পারে।
-
এটি সাধারণত Unmanned Aerial Vehicle (UAV) বা Remotely Piloted Aerial System (RPAS) নামেও পরিচিত।
-
অন্যান্য বিমানগুলোর তুলনায় ড্রোনের আকার ছোট এবং এটি মানুষ দ্বারা চালিত হয় না।
বিশেষ তথ্য:
-
যুক্তরাষ্ট্রের স্টিলথ ড্রোন মূলত একটি বোমা বহন করতে সক্ষম বিমান।
উৎস: The War Zone

0
Updated: 2 months ago
২০২০ সালে প্রকাশিত “আইনের শাসন” সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
Created: 1 month ago
A
ডেনমার্ক
B
নরওয়ে
C
জার্মানি
D
সিঙ্গাপুর
২০২০ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা World Justice Project (WJP) প্রকাশিত বৈশ্বিক আইনের শাসন সূচকে শীর্ষ দেশ হিসেবে নির্বাচিত হয় ডেনমার্ক। এই প্রতিষ্ঠানটি বিশ্বের আইন ব্যবস্থা ও সুশাসনের অবস্থা মূল্যায়ন করে প্রতিবছর একটি সূচক প্রকাশ করে থাকে।
-
World Justice Project (WJP) একটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান।
-
এটি বিশ্বব্যাপী আইন ব্যবস্থা ও সুশাসন নিয়ে কাজ করে।
-
২০০৯ সাল থেকে প্রতিবছর বিভিন্ন দেশের আইন ব্যবস্থা ও সুশাসনের অবস্থা মূল্যায়ন করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে।
-
প্রতিবেদনটি WJP Rule of Law Index শিরোনামে প্রকাশিত হয়।
আইনের শাসনের সূচক তৈরিতে যে ৮টি বিষয় বিবেচনা করা হয়:
-
রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতা
-
নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ
-
জননিরাপত্তা
-
মৌলিক অধিকার
-
দুর্নীতি
-
সরকারি তথ্য প্রকাশ
-
দেওয়ানি বিচার
-
ফৌজদারি বিচার
World Justice Project Rule of Law Index 2023 অনুযায়ী:
-
প্রকাশকাল: অক্টোবর, ২০২৩
-
অন্তর্ভুক্ত দেশ: ১৪২টি
প্রতিবেদনের শীর্ষ দেশসমূহ:
-
ডেনমার্ক
-
নরওয়ে
-
ফিনল্যান্ড
সর্বনিম্ন অবস্থান: ভেনেজুয়েলা
বাংলাদেশের অবস্থান: ১২৭তম
উৎস: World Justice Project ওয়েবসাইট

0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্লোরিডা
B
হাইতি
C
কিউবা
D
জ্যামাইকা
গুয়ানতানামো বে
-
গুয়ানতানামো বে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার, যা আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত।
-
এখানে মার্কিন আইন-কানুন ও মানবাধিকারের নিয়ম এড়িয়ে বন্দিদের রাখা হয়।
-
১৯০৩ সালের হাভানা চুক্তি অনুযায়ী কিউবার কাছ থেকে ইজারায় নেওয়া এই এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হয়।
-
কারাগারটি বন্দিদের ওপর কঠোর এবং অমানবিক আচরণের জন্য কুখ্যাত।
-
গুয়ানতানামো বে কারাগারের মধ্যে ক্যাম্প সেভেন হলো সবচেয়ে সুরক্ষিত এবং গোপনীয় একটি শিবির।
-
‘নাইন-ইলেভেন’ হামলার পর, ২০০২ সালের ১১ জানুয়ারি মার্কিন সরকার কিউবায় এই কারাগার চালু করে।
-
যদিও কিউবার মালিকানায় রয়েছে, এখানে মার্কিন নৌবাহিনী কার্যক্রম চালায়।
-
পরে মার্কিন সামরিক বিভাগ এই কারাগার বন্ধ করার ঘোষণা দেয়।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে -
Created: 1 month ago
A
ইউএমএনও
B
বারিসান ন্যাশনাল
C
পার্টি পেরিকাতান
D
পাকাতান-হারুপান
মাহাথির মোহাম্মদ
ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা এবং আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে পরিচিত। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদে আসেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পাঁচবার ধারাবাহিকভাবে সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। দীর্ঘ সময়ের অবসরের পর, ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দুর্নীতি কেলেঙ্কারির কারণে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন।
রাজনীতিতে যাত্রা:
মাহাথির মোহাম্মদ ২১ বছর বয়সে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (UMNO) বা সংক্ষেপে আমনো-তে যোগ দেন। তখন তিনি ডাক্তারি পেশায় কর্মরত ছিলেন এবং নিজ এলাকায় সাত বছর ধরে চিকিৎসা করতেন। ১৯৬৪ সালে তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন, কিন্তু ১৯৬৯ সালে তিনি আসন হারান এবং দল থেকে বরখাস্ত হন।
প্রধানমন্ত্রী হিসেবে কর্মকাণ্ড:
১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৮০-এর দশকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক রূপান্তরে তার অবদান বিশেষভাবে প্রশংসিত হয়। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে তিনি পুনরায় নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার রাজনৈতিক জোট ছিল পাকাতান হারাপান।
শেষ পদত্যাগ:
ফেব্রুয়ারি ২০২০ সালে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। মোট ২৪ বছর তিনি দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং মালয়েশিয়ার রাজনীতিতে তাকে প্রায়শই 'টাইটানিক' হিসেবে সম্বোধন করা হয়।
উৎস: Britannica

0
Updated: 1 month ago