A
লাসা
B
পোর্টো নোভো
C
দিলি
D
তিয়েন আন মেন
উত্তরের বিবরণ
পূর্ব তিমুর (East Timor)
-
পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র এবং এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ।
-
রাজধানী: দিলি।
-
মুদ্রা: ডলার।
ইতিহাস
-
-
১৮৬০ ও ১৮৯৩ সালে, পর্তুগিজরা উপনিবেশিক শক্তিগুলোর সঙ্গে চুক্তি করে পূর্ব তিমুর শাসনের অধিকার পায়। চুক্তি কার্যকর হয় ১৯১৪ সালে।
-
১৯৭৫ পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
-
১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor (Fretilin) গঠিত হয় এবং তারা স্বাধীনতা ঘোষণা করে।
-
১৯৭৬ সালে ইন্দোনেশিয়া দেশটি আক্রমণ করে দখল করে।
-
১৯৯৯ সালের ৩০ আগস্ট গণভোটে জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর অংশ ইন্দোনেশিয়ার অধীনে থাকে।
-
২০০২ সালে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং জাতিসংঘ ক্ষমতা হস্তান্তর করে, পূর্ব তিমুর পূর্ণ স্বাধীনতা পায়।
-
লাওস (Laos)
-
লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ল্যান্ডলকড দেশ।
-
রাজধানী: ভিয়েনতিয়েন।
তিব্বত (Tibet)
-
তিব্বত একটি উপত্যকা।
-
রাজধানী: লাসা, যা নিষিদ্ধ শহর নামে পরিচিত।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
Created: 1 day ago
A
ওয়েলিংটন
B
সিডনি
C
ক্যানবেরা
D
পার্থ
অস্ট্রেলিয়া:
-
অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
-
এটি দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
-
আয়তন: ২,৯৬৮,৩৮৫ বর্গ মাইল (৭,৬৮৮,১২৬ বর্গ কিমি)।
-
আয়তনের দিক থেকে এটি পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
-
রাজধানী: ক্যানবেরা।
-
সরকারি ভাষা: ইংরেজি।
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম।
-
মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
-
ডার্লিং-মারে নদী ব্যবস্থা অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী ব্যবস্থা।
-
পৃথিবীর সবচেয়ে বড় প্রবালপ্রাচীর ব্যবস্থা গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
-
অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান ভূখণ্ডে বিভক্ত।
-
দুটি প্রধান ভূখণ্ড হলো: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
-
মেলবোর্ন অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 day ago
পাপুয়া নিউ গিনির রাজধানী কোনটি?
Created: 1 day ago
A
পপোনডেটা
B
মাউন্ট হেগেন
C
পোর্ট মোরসবি
D
কিউঙ্গা
পাপুয়া নিউ গিনি (Papua New Guinea)
অবস্থান: দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপ দেশ
আয়তন: ১৭৮,৩৫৫ বর্গ মাইল (৪৬১,৯৩৭ বর্গ কিমি)
রাজধানী: পোর্ট মোরসবি (Port Moresby)
ভাষা: ইংরেজি, টোক পিসিন, হিরি মোটু (সব অফিসিয়াল), এছাড়াও বিভিন্ন আদিবাসী ভাষা
ধর্ম: খ্রিস্টান (প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিক), ঐতিহ্যগত ধর্মীয় বিশ্বাস
মুদ্রা: কাইনা (Kina)
শাসনব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র, একক আইনসভা
রাষ্ট্রপ্রধান: ব্রিটিশ রাজা
স্বাধীনতা: ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন এবং ব্রিটিশ কমনওয়েলথে যোগদান
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 day ago
কলম্বিয়ার রাজধানীর নাম কী?
Created: 1 day ago
A
কার্তাহেনা
B
মেদেলিন
C
মেদেলিন
D
বোগোটা
কলম্বিয়া (Colombia)
অবস্থান: দক্ষিণ আমেরিকা
আয়তন: ৪৪০,৫৩১ বর্গ মাইল
রাজধানী: বোগোটা
ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)
ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)
মুদ্রা: পেসো
অর্থনীতি ও ফসল: কফি প্রধান অর্থকরী ফসল
প্রধান উৎপাদন: বিশ্বের সবচেয়ে বড় পান্না এবং দক্ষিণ আমেরিকার সোনার প্রধান উৎপাদক
শাসনব্যবস্থা: রাষ্ট্রপতি প্রধান
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 day ago