'জুলিয়াস সীজার' কেন বিখ্যাত?
A
রোমান সম্রাট হিসেবে
B
বর্ণবাদ বিরোধী হিসেবে
C
ব্রিটেনের রাজা হিসেবে
D
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
উত্তরের বিবরণ
জুলিয়াস সিজার
-
জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট, রাজনীতিবিদ ও সেনাপতি।
-
তিনি ১০০ খ্রিস্টপূর্বে ইতালির রোমে জন্মগ্রহণ করেছিলেন।
-
রোমান সাম্রাজ্যে তার সাফল্য মূলত তার জেনারেল হিসেবে অর্জিত বিজয় এবং রাজনৈতিক দক্ষতার কারণে।
-
তিনি নিজেকে রোমান সাম্রাজ্যের স্বৈরশাসক হিসেবে ঘোষণা করেছিলেন।
-
রোমের নাগরিকরা তাকে পছন্দ করতেন, বিশেষ করে গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় তার অভিযানের জন্য।
-
৪৪ খ্রিস্টপূর্বে রোমীয় সেনেটে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়, যা রোমীয় প্রজাতন্ত্রের পতনের সূচনা করে।
-
জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি: “এলাম, দেখলাম, জয় করলাম”।
উৎস: Britannica

0
Updated: 2 months ago
'The One Big Beautifull Bill Act' এ USA হতে remittance প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে?
Created: 3 weeks ago
A
৫%
B
৩%
C
১%
D
২%
'The One Big Beautiful Bill Act' যুক্তরাষ্ট্রে পাসকৃত একটি বিতর্কিত আইন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনায় সামনে আসে এবং এতে remittance বা বিদেশে অর্থ পাঠানোর ওপর কর আরোপ করা হয়।
এই বিলটি ২০২৫ সালের জুলাই মাসে কংগ্রেসে পাস হয় এবং ৪ জুলাই স্বাক্ষরিত হয়।
মূলত কর নীতি, ব্যয় সংকোচন এবং সামরিক ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধিই ছিল এর প্রধান উদ্দেশ্য। নিচে মূল তথ্যগুলো দেওয়া হলো:
-
নতুন কর ব্যবস্থা: শুরুতে প্রস্তাব করা হয়েছিল বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ৫% কর। পরবর্তীতে তা কমিয়ে ৩.৫% করা হয় এবং সর্বশেষ ১% কর ধার্য করা হয়।
-
কংগ্রেসে পাস: ১ জুলাই, ২০২৫ তারিখে সিনেটে এটি পাস হয় এবং প্রতিনিধি পরিষদে ২১৮–২১৪ ভোটে অনুমোদিত হয়।
-
ব্যয় সংকোচন: স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে ব্যয় কমানো হয়।
-
অভিবাসন নীতি: অবৈধ অনুপ্রবেশ রোধ ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা সীমান্ত প্রাচীর নির্মাণ ও সীমান্তে পুলিশ সংখ্যা বাড়াতে ব্যবহৃত হবে।
-
সামরিক খাতে বিনিয়োগ: সামরিক খাতে বরাদ্দ ধরা হয় ১৫৩ বিলিয়ন মার্কিন ডলার, বিশেষ করে মিসাইল, যুদ্ধজাহাজ ও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য।
-
জ্বালানি খাতে নীতি পরিবর্তন: জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াতে বাজেট বরাদ্দ করা হয়। ট্রাম্পের প্রচারে দেওয়া স্লোগান “Drill Baby Drill” বাস্তবায়নের জন্য খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনে নতুন বিনিয়োগ নির্ধারণ করা হয়।
-
বিকল্প শক্তি ও পরিবেশনীতি: পূর্বে বিকল্প শক্তি ও ইলেকট্রিক গাড়ির জন্য যে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা হয়। পরিবেশবিদেরা বিশেষভাবে উদ্বিগ্ন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের এই পরিকল্পনা নিয়ে।

0
Updated: 3 weeks ago
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়ােজন?
Created: 1 month ago
A
২৫০০
B
১৯৯১
C
১৯৫০
D
১৮৯০
২০২০ সালের ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন। নির্বাচনের আগে সুপার টুইসডে'র ফলাফলে বাইডেন এগিয়ে ছিলেন।
রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হিসেবে জয় পেতে হলে বার্ণি বা বাইডেনকে ১৯৯১ ভোটের সমর্থন প্রয়োজন হতো।
-
ডেমোক্র্যাটিক পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান রাজনৈতিক দল।
-
যুক্তরাষ্ট্রে প্রধান দুটি রাজনৈতিক দল হলো ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি।
-
ডেমোক্র্যাটিক পার্টির লোগো গাধা, আর রিপাবলিকান পার্টির লোগো হাতি।
-
জোসেফ রবিনেট বাইডেন একজন মার্কিন রাজনীতিবিদ এবং ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
-
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি।
-
২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি শপথ নেন।

0
Updated: 1 month ago
জাতিসংঘের স্থায়ী সদস্য:
Created: 1 month ago
A
জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
C
যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
D
উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসলায়েল, চীন
জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ (United Nations, UN)
-
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।
-
এটি পূর্বের জাতিপুঞ্জ (League of Nations) এর উত্তরসূরী।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন ১৯৪৫, স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর ১৯৪৫।
-
প্রাথমিক সদস্য সংখ্যা: ৫১টি, বর্তমান সদস্য: ১৯৩টি।
-
সর্বশেষ যোগ হওয়া দেশ: দক্ষিণ সুদান।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
-
দাপ্তরিক ভাষা: ৬টি (ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি)।
-
কার্যকরী ভাষা: ২টি (ইংরেজি ও ফ্রেঞ্চ)।
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন)।
জাতিসংঘের প্রধান ৬টি অঙ্গসংস্থা:
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice)
-
তত্ত্বাবধায়ক পরিষদ (Trusteeship Council)
-
সচিবালয় (Secretariat)
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
মোট ১৫ সদস্য নিয়ে গঠিত।
-
স্থায়ী সদস্য: ৫টি দেশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পরাশক্তি:
-
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
-
এ পাঁচ দেশকে একত্রে P-৫ বলা হয়।
-
-
নিরাপত্তা পরিষদ নতুন সদস্যের জন্য সাধারণ পরিষদকে সুপারিশ করে।
-
মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগেও নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন।
-
মহাসচিব নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
-
নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কিত নিয়ম জাতিসংঘ সনদ, ২৩ নং অনুচ্ছেদে উল্লেখ আছে।
অস্থায়ী সদস্য:
-
নির্বাচিত হয় ২ বছরের জন্য।
-
বর্তমান দশটি অস্থায়ী সদস্য:
-
২০২৪: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড
-
২০২৫: আলজেরিয়া, গায়ানা, কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া
-
উৎস: UN Security Council ওয়েবসাইট।

0
Updated: 1 month ago