A
বায়ু প্রবাহের প্রভাব
B
সমুদ্রের পানিতে তাপ পরিচালনা
C
সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
D
সমুদ্রের ঘূর্ণিঝড়
উত্তরের বিবরণ
সমুদ্রস্রোতের অন্যতম প্রধান কারণ হলো বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহের প্রভাবেই সমুদ্রজলের প্রধান স্রোতগুলি গঠিত ও পরিচালিত হয়।
-
বায়ুপ্রবাহের গতি ও দিক অনুযায়ী সমুদ্রস্রোতের দিক নির্ধারিত হয়।
-
নির্দিষ্ট অঞ্চলে মৌসুমী (অয়ন) বায়ুর কারণে সমুদ্রস্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে এবং প্রত্যয়ন বায়ুর সময় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।
-
বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় এবং এই প্রবাহ নিয়ত পরিবর্তনশীল।
-
বায়ু যখন ভূমির সমান্তরালভাবে প্রবাহিত হয়, তখন একে বায়ুপ্রবাহ বলা হয়।
-
বায়ুপ্রবাহের মূল কারণ হলো বায়ুচাপের পার্থক্য।
বায়ুপ্রবাহের নিয়মাবলি:
-
নিম্নচাপমণ্ডলের উষ্ণ ও হালকা বায়ু উপরের দিকে উঠে গেলে বায়ুমণ্ডলে চাপের অসমতা সৃষ্টি হয়। এর ফলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
-
পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হওয়ায় এবং নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গতিবেগ হ্রাস পাওয়ায় বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয়। ফেরেলের সূত্র অনুসারে, উত্তর গোলার্ধে বায়ু ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়।
উৎস:
ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 months ago