'আলোকিত মানুষ চাই' - এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
A
জাতীয় গ্রন্থ কেন্দ্র
B
বিশ্বসাহিত্য কেন্দ্র
C
সুশাসনের জন্য নাগরিক
D
পাবলিক লাইব্রেরী
উত্তরের বিবরণ
বিশ্ব সাহিত্য কেন্দ্র
-
বিশ্ব সাহিত্য কেন্দ্র আজ একটি দেশব্যাপী উদ্যোগ।
-
এটি আলোকিত জাতির মানসিক বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি।
-
কেন্দ্রটি মানবজ্ঞান, হৃদয় ও জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে উন্নত মানসিকতা এবং উচ্চ মানবিক মূল্যবোধে বিকশিত করতে কাজ করে।
-
প্রতিষ্ঠাতা: আবদুল্লাহ আবু সায়ীদ
-
প্রতিষ্ঠার সাল: ১৯৭৮
-
কেন্দ্রের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষকে আলোকিত, সক্রিয় এবং মূল্যবোধসমৃদ্ধ করে গড়ে তোলা, তাদের একত্রিত করে জাতীয় শক্তি হিসেবে তৈরি করা এবং দেশের মানুষের চেতনায় সামগ্রিক আলোকায়ন ঘটানো।
শ্লোগান: ‘আলোকিত মানুষ চাই’
সূত্র: বিশ্ব সাহিত্য কেন্দ্র ওয়েবসাইট

0
Updated: 2 months ago
বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান-
Created: 1 month ago
A
নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
B
অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
C
ক্রমহ্রাসমান
D
অপরিবর্তিত থাকছে
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে -
• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.৫০%,
• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.০৭%,
• অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.৪৪%।
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- সেবা খাতের অবদান ৫১.২৪ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.২০ শতাংশ।
- সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।
সুতরাং,
দেখা যাচ্ছে যে, জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান।
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২, ২০২৩, ২০২৪।

0
Updated: 1 month ago
ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়-
Created: 1 month ago
A
১৯৯৭ সালে
B
১৯৯৯ সালে
C
২০০১ সালে
D
২০০০ সালে
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ
-
বাংলাদেশ ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা অর্জন করে।
-
দেশের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ১০ নভেম্বর ২০০০ সালে।
-
প্রথম টেস্টের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
-
প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৪০০ রান।
-
বাংলাদেশের প্রথম টেস্ট জয় আসে জিম্বাবুয়ের বিরুদ্ধে, ২০০৫ সালে।
-
টেস্টে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
-
বাংলাদেশের প্রথম ব্যক্তিগত হাজার রান পূর্ণকারী ক্রিকেটার হলেন হাবিবুল বাশার।
উৎস: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ও প্রথম আলো পত্রিকা।

0
Updated: 1 month ago
টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন-
Created: 3 weeks ago
A
সাকিব-আল-হাসান
B
মমিনুল হক
C
নাজমুল হোসেন শান্ত
D
মুশফিকুর রহিম
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যা দলের উন্নয়ন ও খেলোয়াড়দের কীর্তি তুলে ধরে।
-
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালে।
-
দল সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে, যার অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
-
প্রথম টেস্ট জয় আসে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
-
বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
-
প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
-
প্রথম ব্যক্তিগত ১০০০ রান সংগ্রাহক হাবিবুল বাশার।
-
বাংলাদেশের শততম টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত হয় ২০১৭ সালে কলম্বোতে।
-
শততম টেস্টে সেঞ্চুরি করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
-
মোহাম্মদ আশরাফুল টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি করার রেকর্ড করেন।
-
২০০১ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্টের তৃতীয় দিনে আশরাফুল সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির গৌরব অর্জন করেন।

0
Updated: 3 weeks ago