A
ইলিশ
B
পাট
C
রূপা
D
চিংড়ি
উত্তরের বিবরণ
বাংলাদেশ চিংড়ির কারণে ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত। বঙ্গোপসাগর, নদী মোহনা ও স্বাদু পানিতে প্রচুর চিংড়ি থাকায় এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ। দেশে মোট ৫৬টি চিংড়ির প্রজাতি পাওয়া গেছে। এর মধ্যে:
-
৩৭টি লবণাক্ত পানিতে,
-
১২টি কমলবণাক্ত পানিতে,
-
৭টি স্বাদু পানিতে বাস করে।
চিংড়ি রপ্তানি থেকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই চিংড়িকে ‘হোয়াইট গোল্ড’ বা সাদা সোনা বলা হয়। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য।
উৎপাদন এলাকা:
চিংড়ির প্রাধান্য রয়েছে দেশের উপকূলীয় অঞ্চল যেমন বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। ৭০-এর দশকের শুরুতে এখানকার চাষীরা সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ শুরু করেন। ৮০-এর দশক থেকে বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ি উৎপাদন ও রপ্তানি শুরু হয়।
-
শুরুতে খুলনা অঞ্চলে আধা-লোনা পানিতে এবং কক্সবাজারে লবণাক্ত পানি ব্যবহার করে চিংড়ি চাষ করা হয়।
-
এরপর মৎস্য অধিদপ্তরের হ্যাচারি পোনা উৎপাদনে সফল হয় এবং বেসরকারি প্রতিষ্ঠানকে হ্যাচারি স্থাপনে সহায়তা করা হয়।
অতিরিক্ত তথ্য:
-
দেশের জাতীয় মাছ: ইলিশ
-
দেশের গুরুত্বপূর্ণ ফসল: পাট, যাকে বলা হয় ‘সোনালী আশ’
উৎস: পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
Created: 6 days ago
A
যুক্তরাজ্য
B
পূর্ব জার্মানি
C
স্পেন
D
গ্রিস
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান
-
৬ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের পর প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান, এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত।
-
১১ জানুয়ারি ১৯৭২: বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। একই দিন বুলগেরিয়া চতুর্থ দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
-
১২ জানুয়ারি ১৯৭২: পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
৪ ফেব্রুয়ারি ১৯৭২: যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-
১৪ ফেব্রুয়ারি ১৯৭২: ফ্রান্স স্বীকৃতি দেয়।
-
১২ মে ১৯৭২: স্পেন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, প্রথম আলো, নিউইয়র্ক টাইমস

0
Updated: 6 days ago
BTRC-এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
Created: 2 weeks ago
A
Bangladesh Telephone Regulatory Commission
B
Bangladesh Telecommunication Regulatory Commission
C
Bangladesh Telecom Regulatory Commission
D
Bangladesh Telephone and Telegraph Regulatory Commission
BTRC (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)
-
পূর্ণরূপ: Bangladesh Telecommunication Regulatory Commission।
-
প্রতিষ্ঠা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (Bangladesh Telecommunication Regulatory Act, 2001) অনুযায়ী ৩১ জানুয়ারি ২০০২-এ BTRC গঠিত হয়।
-
উদ্দেশ্য:
-
বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণ ও উন্নয়ন।
-
সেলুলার নেটওয়ার্ক, পিএসটিএন, কৃত্রিম উপগ্রহ, ক্যাবল এবং অন্যান্য টেলিযোগাযোগ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ।
-
-
পূর্ববর্তী ইতিহাস:
-
১৯৭৯ সালে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড গঠিত হয়।
-
১৯৯৫ সালে বোর্ড সম্পর্কিত অধ্যাদেশ সংশোধন করা হয়।
-
-
কর্তৃত্ব ও দায়িত্ব: BTRC চালু হওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃত্ব ও দায়িত্ব BTRC-এর ওপর হস্তান্তর করা হয়।
সূত্র: BTRC ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
Created: 3 days ago
A
বাণিজ্য মন্ত্রণালয়
B
অর্থ মন্ত্রণালয়
C
পরিকল্পনা মন্ত্রণালয়
D
শিল্প মন্ত্রণালয়
ট্যারিফ কমিশন
ট্যারিফ কমিশন হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি দেশের শিল্প ও বাণিজ্যকে সুরক্ষিত রাখতে এবং অসাম্যপূর্ণ প্রতিযোগিতা রোধ করতে কাজ করে।
-
প্রতিষ্ঠা ও আইনগত ভিত্তি:
২৮ জুলাই ১৯৭৩ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এটি একটি অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে। পরে, ১৯৯২ সালের নভেম্বর মাসে এটি বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ (৪৩ নম্বর আইন) অনুযায়ী পূর্ণাঙ্গভাবে গঠিত হয় এবং স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার অধিকার পায়। -
উদ্দেশ্য ও কার্যক্রম:
কমিশনের প্রধান লক্ষ্য হলো দেশীয় শিল্পকে বিদেশি পণ্যের অসঙ্গতিপূর্ণ প্রতিযোগিতা থেকে রক্ষা করা এবং শিল্পজাত পণ্যের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা। -
সংগঠন ও নেতৃত্ব:
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত। এর নেতৃত্বে থাকেন সরকারি সচিব পর্যায়ের মর্যাদাসম্পন্ন চেয়ারম্যান। -
শাখা ভিত্তিক বিভাজন:
কমিশনের কাজ তিনটি প্রধান শাখার মাধ্যমে পরিচালিত হয়:-
বাণিজ্য নীতিমালা শাখা
-
বাণিজ্য প্রতিকার শাখা
-
আন্তর্জাতিক সহযোগিতা শাখা
প্রতিটি শাখার নেতৃত্বে একজন সদস্য থাকেন। এছাড়াও একটি প্রশাসনিক শাখা আছে, যা কমিশনের সচিব দ্বারা পরিচালিত হয়।
-
তথ্যসূত্র: ট্যারিফ কমিশন অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 days ago