যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো -
A
অয়ন বায়ু
B
নিয়ত বায়ু
C
প্রত্যয়ন বায়ু
D
মৌসুমী বায়ু
উত্তরের বিবরণ
বায়ুপ্রবাহ ও এর প্রকারভেদ
বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সাধারণত, উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু নিম্নচাপ অঞ্চলে যায়। এছাড়াও, ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বাঁকে।
বায়ুপ্রবাহের প্রধান চারটি প্রকার:
-
নিয়ত বায়ু
-
সাময়িক বায়ু
-
স্থানীয় বায়ু
-
অনিয়মিত বায়ু
নিয়ত বায়ু:
-
যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলা হয়।
-
এটি বছরের সকল সময় একই দিকে প্রবাহিত হয়।
-
নিয়ত বায়ুর দিক পৃথিবীর চাপ বলয় দ্বারা নির্ধারিত হয়।
-
নিয়ত বায়ু আবার তিন ভাগে বিভক্ত:
-
অয়ন বায়ু
-
পশ্চিমী বায়ু
-
মেরু বায়ু
-
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 months ago
জাতীয় সংসদে 'কাউন্টিং' ভোট কি?
Created: 1 month ago
A
সংসদ নেতার ভোট
B
হুইপের ভোট
C
স্পিকারের ভোট
D
রাষ্ট্রপতির ভোট
কাস্টিং ভোট (Casting Vote)
কাস্টিং ভোট হলো স্পিকারের একটি বিশেষ ভোট যা সংসদে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে যখন ভোটের ফল সমান হয়।
মূল বিষয়সমূহ
-
জাতীয় সংসদে কখনো কোনো প্রস্তাব বা বিলের পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়ে।
-
এমন সময় সংসদের অচলাবস্থা দূর করতে স্পিকার তার কাস্টিং ভোট প্রয়োগ করেন।
-
স্পিকার সাধারণ পরিস্থিতিতে ভোট দিতে পারেন না; কেবল সমান ভোটের ক্ষেত্রে তার এই নির্ণায়ক ভোট কার্যকর হয়।
-
এটি সংসদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমতা ভাঙার জন্য গুরুত্বপূর্ণ।
সংবিধানের দিক থেকে
বাংলাদেশের সংবিধান, ধারা ৭৫(১) অনুযায়ী:
"উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদে সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে সমসংখ্যক ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপতি (স্পিকার) ভোটদান করিবেন না এবং অনুরূপ ক্ষেত্রে তিনি নির্ণায়ক (casting) ভোট প্রদান করিবেন।"
উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান

0
Updated: 1 month ago
একনেক (ECNEC)-এর প্রধান কে?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
অর্থমন্ত্রী
C
বাণিজ্যমন্ত্রী
D
পরিকল্পনা মন্ত্রী
একনেক (ECNEC) বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
-
প্রধান: একনেকের প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
পূর্ণ নাম: একনেকের পূর্ণরূপ Executive Committee of the National Economic Council। এটি 1982 সালে গঠিত হয়।
-
বিকল্প সভাপতি: একনেকের বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী।
-
সদস্য: এর একজন প্রধান সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী।

0
Updated: 1 month ago
OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
Created: 1 month ago
A
২য় শীর্ষ সম্মেলনে
B
৫ম শীর্ষ সম্মেলনে
C
৪র্থ শীর্ষ সম্মেলনে
D
৭ম শীর্ষ সম্মেলনে
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) ও বাংলাদেশ
-
বাংলাদেশ ১৯৭৪ সালের ২২–২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC–এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করে।
-
এই সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত ছিলেন।
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)
-
OIC (Organisation of Islamic Cooperation) মুসলিম রাষ্ট্রগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন।
-
এটি গঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে।
-
মূল কারণ ছিল—ইসরাইল কর্তৃক জেরুজালেমের আল–আকসা মসজিদে অগ্নিসংযোগ।
সংগঠনের গুরুত্বপূর্ণ তথ্য
-
বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ৫৭টি।
-
দক্ষিণ আমেরিকার গায়ানা ও সুরিনাম এই সংগঠনের সদস্য।
-
ইউরোপ মহাদেশ থেকে আলবেনিয়া একমাত্র সদস্য দেশ।
-
সদর দপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়।
-
বর্তমান মহাসচিব হলেন হিসেইন ইব্রাহিম তাহা (১২তম মহাসচিব)।
-
মহাসচিবের মেয়াদ ৫ বছর।
-
শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতি ৩ বছর পর পর।
-
প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে।
-
OIC–এর অফিসিয়াল ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফরাসি।
উৎস: ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago