Choose the meaning of the given expressions: “No news is good news”
A
It is likely that we expect bad news.
B
It is likely to have bad news.
C
It is likely that nothing bad has happened.
D
It is unlikely that nothing bad has happened.
উত্তরের বিবরণ
Proverb: No news is good news
English Meaning:
যখন কারো সম্পর্কে বা কোনো ব্যাপারে কোনো খবর পাওয়া যাচ্ছে না, তখন মনে করা হয় খারাপ কিছু ঘটেনি। খারাপ কিছু হলে নিশ্চয়ই খবর পাওয়া যেত।
বাংলা অর্থ:
"কোনো খবর না থাকাটাই সুখবর।"
Underlying Message:
অনেক সময় ভালো ফলাফল চুপিচুপি আসে, আলাদা করে জানানোর প্রয়োজন হয় না।
Example Sentences:
-
গ্যারেজ থেকে গাড়ির বিষয়ে কোনো খবর পাইনি, মনে হয়—no news is good news।
-
মেয়ে কলেজে গেছে, কোনো ফোন করেনি, তাই ধরে নিচ্ছি no news is good news।
-
আজ হাসপাতাল থেকে কোনো খবর আসেনি, তাই ভাবছি no news is good news।
Source: Cambridge Dictionary

0
Updated: 2 months ago
We all pay ___ our mistakes in some way at some time.
Created: 1 month ago
A
on
B
for
C
in
D
to
Complete Sentence:
-
We all pay for our mistakes in some way at some time.
Pay for something (Phrasal Verb):
-
English Meaning: to be punished for doing something bad to someone else, or to suffer because of a mistake that you made.
-
Bangla Meaning: ক্ষতিপূরণ করা; ব্যয়বহন করা; দাম দেওয়া; মূল্য দেত্তয়া; ক্ষতিপূরণ করা; কষ্ট ভোগ করা; ব্যয়বহন করা
Example:
-
He tricked me and I'm going to make him pay for it!
উৎস:

0
Updated: 1 month ago
Will the teacher be guiding the students? (passive)
Created: 4 weeks ago
A
Will the students be being guided by the teacher?
B
Will the students guided by the teacher?
C
Will the students being guided by the teacher?
D
Will be being guided the students by the teacher?
সঠিক উত্তর হলো – ক) Will the students be being guided by the teacher?
Interrogative Passive Voice নিয়ম:
-
Active Interrogative: Shall/Will + S + be + V(ing) + O?
-
উদাহরণ: Will the teacher be guiding the students?
-
-
Passive Interrogative: Shall/Will + S + be being + V (p.p.) + by + O?
-
উদাহরণ: Will the students be being guided by the teacher?
-
আরও উদাহরণ:
-
Active: Will Rubel be teaching his brother?
Passive: Will his brother be being taught by Rubel?
Other options ব্যাখ্যা:
-
খ) Will the students guided by the teacher? → ভুল গঠন।
-
গ) Will the students being guided by the teacher? → ভুল গঠন।
-
ঘ) Will be being guided the students by the teacher? → অপ্রাসঙ্গিক ও ব্যাকরণগতভাবে ভুল।

0
Updated: 4 weeks ago
What is the synonym of “Noxious”?
Created: 2 weeks ago
A
Harmless
B
Pleasant
C
Poisonous
D
Neutral
সঠিক উত্তর হলো গ) Poisonous। Noxious মানে অনিষ্টকর, ক্ষতিকর বা অপকারী; এটি শারীরিকভাবে ক্ষতি বা ধ্বংসের কারণ হতে পারে। Poisonous হলো এমন কিছু যা বিষময় বা বিষপূর্ণ এবং শোষিত বা খাওয়া হলে আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে।
-
Noxious
-
Bangla Meaning: অনিষ্টকর; ক্ষতিকর; অপকারী
-
English Meaning: physically harmful or destructive to living beings
-
-
Poisonous
-
Bangla Meaning: নৈতিকভাবে ক্ষতিকর; বিষময়; বিষপূর্ণ
-
English Meaning: producing a toxic substance that causes injury or death when absorbed or ingested
-
Other options:
-
ক) Harmless
-
Bangla Meaning: ক্ষতি বা আঘাতহীন
-
English Meaning: free from harm, liability, or loss
-
-
খ) Pleasant
-
Bangla Meaning: সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়
-
English Meaning: having qualities that tend to give pleasure; agreeable
-
-
ঘ) Neutral
-
Bangla Meaning: যুদ্ধে বা বিবাদে কোনো পক্ষকেই সাহায্য করে না এমন; নিরপেক্ষ
-
English Meaning: one that is neutral
-

0
Updated: 2 weeks ago