Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair: Heart : human
A
Wall : brick
B
Hand : child
C
Kitchen : house
D
Engine : car
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ঘ) Engine : car
• ব্যাখ্যা:
- Heart মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ, যেমন engine একটি গাড়ির গুরুত্বপূর্ণ উপাদান।
- গাড়ি চলানোর জন্য engine অপরিহার্য, ঠিক যেমন মানবদেহের জন্য heart অপরিহার্য।
• অন্যদিকে,
ক) Wall : brick
- Wall এবং brick এর সম্পর্ক উপাদান এবং গঠন, তবে এটি দেহের গুরুত্বপূর্ণ অংশের সম্পর্ক নয়।
খ) Hand : child
- Hand একটি দেহের অঙ্গ, কিন্তু এটি child (শিশু) এর সাথে সম্পর্কিত নয়, যে সম্পর্কটি গঠন বা উপাদান দ্বারা বোঝানো হয়।
গ) Kitchen : house
- Kitchen একটি বাড়ির অংশ, তবে এটি একটি অঙ্গ বা গাড়ির গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সম্পর্কিত নয়।

0
Updated: 2 months ago
Find the error: I look forward to meet you.
Created: 1 month ago
A
look
B
forward to
C
meet
D
you
Answer: meeting
Rule: সাধারণত to এর পর Verb এর base form ব্যবহৃত হয়। তবে কিছু নির্দিষ্ট prepositional phrase/word group এর পর verb+ing হয়।
এক্ষেত্রে ব্যতিক্রম শব্দগুচ্ছগুলো হলো:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
Correct Sentence:
I look forward to meeting you.

0
Updated: 1 month ago
What is the primary meaning of the verb "propitiate"?
Created: 3 weeks ago
A
To deliberately anger someone
B
To ignore someone's feelings
C
To challenge a deity or authority
D
To please and calm a god or person who is annoyed
Propitiate একটি transitive verb, যা বোঝায় কোনো রাগান্বিত ব্যক্তি বা দেবতাকে শান্ত করা, সন্তুষ্ট করা বা প্রসন্ন করার জন্য কিছু করা। সাধারণত এটি আনুষ্ঠানিক বা ধর্মীয় প্রেক্ষাপটে ব্যবহৃত হয়।
-
Propitiate (Verb transitive)
English Meaning: To please and calm a god or person who is annoyed with you
Bangla Meaning: (আনুষ্ঠানিক) ক্রোধ উপশমের জন্য কিছু করা; প্রসাদিত/প্রসন্ন করা -
Correct Answer: To please and calm a god or person who is annoyed
-
Synonyms: Placate (শান্ত/আশ্বস্ত করা), Mollify (শান্ত/প্রশমিত করা), Satisfy (সন্তুষ্ট করা), Appease (পরিতুষ্ট করা), Assuage (আশ্বাস দেওয়া)
-
Antonyms: Anger (রাগানো), Enrage (ক্রুদ্ধ করা), Incense (কোপান্বিত করা), Infuriate (রাগান্বিত করা), Outrage (ক্ষুব্ধ করা)
-
Other Forms:
-
Propitiation (noun): প্রসাদন; প্রায়শ্চিত্ত
-
Propitiatory (adjective): প্রসন্ন করার উদ্দেশ্যে; প্রসন্নকর; শান্তিক
-
-
Example Sentences:
-
In those days, people might sacrifice a goat or sheep to propitiate an angry god.
-
He made an offering to propitiate the angry gods.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
Select the sentence in which 'better' is an adverb.
Created: 5 days ago
A
We're helping for better weather tomorrow.
B
Sound travels better in water than in air.
C
It's hard to decide which one is better.
D
He joined the gym to better his health.
বাক্যটি “Sound travels better in water than in air.”-এ better শব্দটি ক্রিয়া travels-কে বর্ণনা করছে, তাই এটি একটি adverb। শব্দটি এখানে জানাচ্ছে যে sound কীভাবে ভ্রমণ করে — অর্থাৎ পানিতে বায়ুর তুলনায় আরও দক্ষ বা মসৃণভাবে।
মূল বিশ্লেষণ:
-
‘Better’ শব্দটি এখানে ক্রিয়ার কার্যকারিতা বা quality বোঝাচ্ছে, তাই এটি verb modifier হিসেবে কাজ করছে।
-
ইংরেজিতে ‘better’ adverb হিসেবে ব্যবহৃত হলে কোনো কাজ আগের তুলনায় আরও ভালো বা দক্ষভাবে সম্পন্ন হওয়া বোঝায়।
-
বাংলায় এর অর্থ হয় “ভালোভাবে”, “আরও সুন্দরভাবে” বা “অধিক কার্যকরভাবে”।
উদাহরণ:
-
She sings much better than I do.
-
Sound travels better in water than in air.
অন্যান্য বিকল্পগুলির ব্যাখ্যা:
-
ক) We’re hoping for better weather tomorrow.
-
এখানে better একটি adjective, যা weather নামক noun-কে বর্ণনা করছে।
-
-
গ) It’s hard to decide which one is better.
-
এই বাক্যে better একটি adjective, যা “which one”-এর গুণ বোঝাচ্ছে এবং is-এর পরে complement হিসেবে এসেছে।
-
-
ঘ) He joined the gym to better his health.
-
এখানে better একটি verb, যার অর্থ “উন্নত করা” বা to improve।
-

0
Updated: 5 days ago