Identify the incorrect word/phrase indicated by (1), (2), (3) or (4) in the following sentence: According to experts a good way ''to'' ''improve'' listening skills is ''by'' ''watch'' television, specially news and documentaries.
A
to (1)
B
improve (2)
C
by (3)
D
watch (4)
উত্তরের বিবরণ
• By এর পর gerund(verb+ing) হবে।
- সেহেতু watch না হয়ে watching হবে।
- সঠিক বাক্য - According to experts a good way to improve listening skills is by watching television, specially news and documentaries.
বাংলা অর্থ: বিশেষজ্ঞদের মতে, শ্রবণ দক্ষতা উন্নত করার একটি ভালো উপায় হলো টেলিভিশন দেখা, বিশেষত খবর এবং প্রামাণ্যচিত্র।

0
Updated: 2 weeks ago
She is ___ help.
Created: 2 weeks ago
A
crying for
B
bring down
C
put down
D
coming down
• The correct answer is: ক) crying for
-
Full Sentence: She is crying for help.
-
Meaning: This means she needs help urgently or is asking for help.
Cry for (Phrase)
-
Bangla Meaning: আর্তচিৎকার
-
English Meaning: to need or require (something) very much
• Other options:
খ) bring down
-
Means to reduce or defeat someone, not suitable here.
গ) put down
-
Means to insult or suppress, not correct in this context.
ঘ) coming down
-
Means descending or falling, not related to asking for help.
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
Who wrote the poem 'Easter Wings'?
Created: 1 week ago
A
T. S. Eliot
B
George Herbert
C
Robert Browning
D
Andrew Marvell
Easter Wings
Poet: George Herbert
-
Easter Wings হলো George Herbert রচিত একটি বিখ্যাত ধর্মীয় কবিতা।
-
এটি Metaphysical Poetry-এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
-
কবিতার মূল বিষয়: পাপ, পতন এবং পুনরুত্থান।
-
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির মুক্তি ও আশার বার্তা এই কবিতায় ফুটে উঠেছে।
George Herbert (1593–1633)
-
George Herbert ছিলেন সতেরো শতকের Jacobean Period-এর একজন খ্যাতনামা ইংরেজ ধর্মীয় কবি ও ধর্মযাজক।
-
তিনি Metaphysical Poets বা "রহস্যবাদী কবি"-দের অন্যতম প্রতিনিধি।
-
জীবদ্দশায় তিনি অল্প কিছু কবিতা প্রকাশ করেছিলেন, তবে মৃত্যুর পর তাঁর কাব্য ব্যাপক জনপ্রিয়তা পায়।
-
মৃত্যুশয্যা থেকে তিনি তাঁর কবিতার পান্ডুলিপি Nicholas Ferrar-কে পাঠান, প্রকাশ বা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
-
তিনি ছিলেন কবি, ধর্মযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Notable Works
-
The Temple
-
On the Progress of Soul
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
Source: Britannica

0
Updated: 1 week ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 4 days ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.

0
Updated: 4 days ago