Identify the incorrect word/phrase indicated by (1), (2), (3) or (4) in the following sentence: A doctor may be able ''to diagnose'' a problem ''prefect'' but he may not able to find a drug ''to which'' the patient ''will respond”.
A
to diagnose (1)
B
perfect (2)
C
to which (3)
D
will respond (4)
উত্তরের বিবরণ
উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - perfect.
- এখানে, perfect এর স্থলে perfectly বসলে বাক্যটি সঠিক হবে।
- Verb কে মডিফাই করে adverb এবং তা verb এর পরে বসে।
- Diagnose হলো (verb transitive) লক্ষণ দেখে রোগনির্ণয়, তাই এর সাথে adverb বসবে।
- perfect এর adverb হলো perfectly.
- Correct sentence: A doctor may be able to diagnose a problem prefectly but he may not able to find a drug to which the patient will respond.
- Bangla Meaning: একজন ডাক্তার কোনো সমস্যা সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হতে পারেন, কিন্তু তিনি এমন একটি ওষুধ খুঁজে নাও পেতে পারেন, যা রোগীর শরীরে কার্যকর হবে।

0
Updated: 2 weeks ago
Choose the correct meaning of the idiom 'a jaundiced eye'
Created: 1 week ago
A
Having issues with eyesight
B
A calm and neutral outlook
C
A perspective filled with envy
D
A keen eye
Answer- A perspective filled with envy.
• A jaundiced eye
English Meaning: exhibiting or influenced by envy, distaste, or hostility.
Bangla Meaning: ঈর্ষাপরবশ, পরশ্রীকাতর, বিদ্বেষপরায়ণ ও সংশয়গ্রস্ত মনোভাব
Ex. Sentence: He seems to have had a jaundiced eye after the divorce.
Bangla Meaning: বিবাহবিচ্ছেদের পর যেন মনে হচ্ছে সে পরশ্রীকাতর হয়ে গেছে।

0
Updated: 1 week ago
veryone was _______ by her sudden anger.
Created: 1 week ago
A
taken aback
B
took a fancy to
C
taken heart
D
taken into account
The correct answer is - ক) taken aback।
- Complete sentence: Everyone was taken aback by her sudden anger.
• Take someone aback
- English Meaning: Shock or surprise someone.
- Bangla Meaning: অবাক করে দেওয়া / হতভম্ব করে দেওয়া।
• Example:
- Everyone was taken aback by her sudden anger.
- বাংলা অর্থ: তার হঠাৎ রেগে যাওয়া দেখে সবাই হতভম্ব হয়ে পড়লো।
Other options:
• Take a fancy to
- English Meaning: To become fond of, often suddenly or unexpectedly.
- Bangla Meaning: কারো প্রতি অনুরক্ত হওয়া / ভালো লাগা।
• Take heart
- English Meaning: To feel encouraged / to gain courage or confidence.
- Bangla Meaning: উৎসাহিত হওয়া / আত্মবিশ্বাস বা সাহস অর্জন করা।
• Take something into account
- English Meaning: Consider something along with other factors before reaching a decision.
- Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।

0
Updated: 1 week ago
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair: Heart : human
Created: 2 weeks ago
A
Wall : brick
B
Hand : child
C
Kitchen : house
D
Engine : car
সঠিক উত্তর: ঘ) Engine : car
• ব্যাখ্যা:
- Heart মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ, যেমন engine একটি গাড়ির গুরুত্বপূর্ণ উপাদান।
- গাড়ি চলানোর জন্য engine অপরিহার্য, ঠিক যেমন মানবদেহের জন্য heart অপরিহার্য।
• অন্যদিকে,
ক) Wall : brick
- Wall এবং brick এর সম্পর্ক উপাদান এবং গঠন, তবে এটি দেহের গুরুত্বপূর্ণ অংশের সম্পর্ক নয়।
খ) Hand : child
- Hand একটি দেহের অঙ্গ, কিন্তু এটি child (শিশু) এর সাথে সম্পর্কিত নয়, যে সম্পর্কটি গঠন বা উপাদান দ্বারা বোঝানো হয়।
গ) Kitchen : house
- Kitchen একটি বাড়ির অংশ, তবে এটি একটি অঙ্গ বা গাড়ির গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সম্পর্কিত নয়।

0
Updated: 2 weeks ago