Identify the incorrect word/phrase indicated by (1), (2), (3) or (4) in the following sentence: A doctor may be able ''to diagnose'' a problem ''prefect'' but he may not able to find a drug ''to which'' the patient ''will respond”.
A
to diagnose (1)
B
perfect (2)
C
to which (3)
D
will respond (4)
উত্তরের বিবরণ
উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - perfect.
- এখানে, perfect এর স্থলে perfectly বসলে বাক্যটি সঠিক হবে।
- Verb কে মডিফাই করে adverb এবং তা verb এর পরে বসে।
- Diagnose হলো (verb transitive) লক্ষণ দেখে রোগনির্ণয়, তাই এর সাথে adverb বসবে।
- perfect এর adverb হলো perfectly.
- Correct sentence: A doctor may be able to diagnose a problem prefectly but he may not able to find a drug to which the patient will respond.
- Bangla Meaning: একজন ডাক্তার কোনো সমস্যা সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হতে পারেন, কিন্তু তিনি এমন একটি ওষুধ খুঁজে নাও পেতে পারেন, যা রোগীর শরীরে কার্যকর হবে।

0
Updated: 2 months ago
“Thrive” শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
শোক প্রকাশ করা
B
উন্নতি লাভ করা
C
সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া
D
শুকিয়ে যাওয়া
Thrive” শব্দের অর্থ উন্নতি লাভ করা।
• Thrive (verb)
- English Meaning: To grow, develop, or be successful, especially in a vigorous or healthy way.
- Bangla Meaning: সমৃদ্ধি লাভ করা; সমৃদ্ধশালী হওয়া; উন্নতি লাভ/সাফল্য অর্জন করা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান হওয়া।
• Synonyms
- Flourish (সতেজে বেড়ে ওঠা; সুস্থসবল থাকা; সমৃদ্ধিলাভ করা; ফুলেফেঁপে ওঠা),
- Prosper (সাফল্যমণ্ডিত হওয়া; সিদ্ধি/শ্রীবৃদ্ধি/সমৃদ্ধি লাভ করা; উন্নতি করা),
- Bloom (পূর্ণ বিকাশ বা চরম উৎকর্ষ লাভ করা)।
• Antonyms
- Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা),
- Wither (শুকিয়ে যাওয়া; বিবর্ণ হওয়া; মরে যাওয়া),
- Fail (অকৃতকার্য হওয়া; ব্যর্থ হওয়া)।
• Example Sentence
- Children thrive when given love and attention.
- The business is thriving under new management.
• Other options:
- Affirm (verb) (সত্যতা সমর্থন করা, নিশ্চিত করা),
- Sparse (adj) বিরলভাবে বিক্ষিপ্ত।

0
Updated: 1 month ago
What is the feminine form of Billy-goat?
Created: 1 month ago
A
Roe-goat
B
Doe-goat
C
Lad-goat
D
Lad-goatNanny-goat

0
Updated: 1 month ago
He had left the office before the manager _____.
Created: 1 month ago
A
had arrived
B
arrived
C
arrives
D
have arrived
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন-এর উপর ভিত্তি করে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
'Before' conjunction যুক্ত sentence-এ before এর পূর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite tense হয়।
Sentence Correction:
-
He had left the office before the manager arrived.
-
বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite tense হওয়াতে সঠিক হয়েছে।
আরও উদাহরণ:
-
যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause-এ present indefinite tense হবে।
-
উদাহরণ: We shall have reached the school before the bell rings.

0
Updated: 1 month ago