What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
উত্তরের বিবরণ
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Choose the correct sentence:
Created: 2 weeks ago
A
The womens is in the park.
B
The women are in the park.
C
The womens are in the park.
D
The women is in the park.
সঠিক উত্তর হলো খ) The women are in the park।
-
Woman মানে একজন মহিলা (singular)
-
Women মানে একাধিক মহিলা (plural)
-
ইংরেজিতে "womens" বলে কোনো শব্দ নেই, তাই এটি ভুল
-
যেহেতু subject হলো women (plural), তাই verb হবে are
-
সুতরাং সঠিক বাক্য হলো: The women are in the park

0
Updated: 2 weeks ago
Identify the word which remains the same in its plural form :
Created: 1 month ago
A
aircraft
B
intention
C
mouse
D
thesis
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Aircraft remains the same in its plural form.
অর্থাৎ এর singular and plural form একই।
- এইরকম আরো কতগুলো Noun যাদের Singular and Plural form একই
- aircraft, corps, deer, gross, pice, salmon, series, sheep, swine etc.
• অন্য অপশন গুলোর মধ্যে -
- Appendix হচ্ছে singular, যার plural form হচ্ছে Appendices.
- Mouse শব্দটির plural form হলো - Mice.
- Intention শব্দটির plural form হলো - Intentions.
Source: Accessible Dictionary bt Bangla Academy.

0
Updated: 1 month ago
Which of the following sentences is grammatically correct?
Created: 2 weeks ago
A
One should take care of his health.
B
Ten kilometers are too far to walk.
C
The furniture in the living room needs to be cleaned regularly.
D
Every students are present at today.
সঠিক বাক্য হলো The furniture in the living room needs to be cleaned regularly. কারণ furniture একটি uncountable noun, তাই এর Plural form নেই এবং এটি Singular verb গ্রহণ করে।
-
উল্লিখিত অন্যান্য ব্যাখ্যা:
-
(ক) his এর পরিবর্তে one's ব্যবহার করা হয়, কারণ One এর Possessive case হলো one's।
-
(খ) একক সমষ্টি বুঝাতে যেমন সময়, দূরত্ব, অর্থ—যদি Plural দেখায় তবুও Singular verb ব্যবহার হয়। উদাহরণ: Ten kilometers is a long distance.
-
(ঘ) Every + Singular Noun একত্রিত হলে এটি একটি Singular Subject তৈরি করে, তাই Verb ও Singular হয়।
-

0
Updated: 2 weeks ago