A
it should be stored
B
That it should be stored
C
should be stored
D
which should be stored
উত্তরের বিবরণ
After দিয়ে বাক্য শুরু হলে বোঝা যায় এটি একটি Subordinate clause।
-
এর পরের অংশটি অবশ্যই Independent clause হবে। তাই সেখানে Subject + Verb থাকতে হবে।
-
দুই অংশেই একই Subject + Verb structure ব্যবহার করতে হবে।
-
সাধারণ নিয়ম: After + clause (subject + verb), main clause (subject + verb)।
👉 তাই সঠিক উত্তর হবে: it should be stored।
পূর্ণাঙ্গ বাক্য
After food has been dried or canned, it should be stored for later consumption.
বাংলা অর্থ
খাবার শুকানো বা ক্যান করা হলে, তা পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা উচিত।

0
Updated: 2 weeks ago
If a part of a speech or speech or writing breaks the theme, it is called-
Created: 4 weeks ago
A
pomposity
B
digression
C
exaggeration
D
Anti-climax
অবান্তরতা (Digression)
-
যখন কোনো লেখা বা কথার মাঝে হঠাৎ করে মূল বিষয়বস্তু বা থিম থেকে সরে গিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন তাকে অবান্তরতা বলা হয়।
-
এটা এমন এক ধরনের বিচ্যুতি, যেখানে লেখক বা বক্তা মূল প্রসঙ্গ ছেড়ে অন্য একটি প্রসঙ্গে চলে যান, যদিও তা সাময়িক ও আংশিকভাবে সংশ্লিষ্ট হতে পারে।
-
বাংলা অর্থ: মূল বিষয়ের বাইরে চলে যাওয়া; প্রসঙ্গচ্যুতি বা অপ্রাসঙ্গিক কথা বলা।
-
গল্প বলার ক্ষেত্রে এটি একটি কার্যকর কৌশল, যা অনেক সময় অ-কল্পকাহিনী লেখায় বা বক্তৃতায়ও ব্যবহার করা হয়।
বিকল্প শব্দগুলোঃ
• Pomposity (noun)
ইংরেজি অর্থ: অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ভঙ্গি; নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করার মনোভাব।
বাংলা অর্থ: দাম্ভিকতা, আত্মম্ভরিতা, আড়ম্বরপূর্ণ আচরণ।
• Exaggeration (noun)
ইংরেজি অর্থ: কোনো কিছু বাস্তবের তুলনায় অতিরিক্ত বড় বা গুরুত্বপূর্ণ করে তুলে ধরা।
বাংলা অর্থ: অতিরঞ্জন, বাড়িয়ে বলা।
• Anti-climax
ইংরেজি অর্থ: এমন একটি ঘটনা যা প্রত্যাশার তুলনায় অনেক কম উত্তেজনাপূর্ণ বা গুরুত্বপূর্ণ, এবং তা আগের কোনো উত্তেজনাকর ঘটনার পরপরই ঘটে।
বাংলা অর্থ: আকস্মিক পতন; উত্থানপর্বের পর হঠাৎ ভাটা পড়া বা গুরুত্বহীন পরিণতি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং অক্সফোর্ড রেফারেন্স।

0
Updated: 4 weeks ago
Julia has been ill ____ three months.
Created: 1 month ago
A
since
B
about
C
in
D
for
প্রশ্নে সঠিক উত্তর হবে – for
• পূর্ণ বাক্যটি: Julia has been ill for three months.
অর্থাৎ: জুলিয়া তিন মাস ধরে অসুস্থ।
• এখানে for ব্যবহার করা হয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট সময়কাল বোঝায়, যেমন – তিন মাস, দুই বছর, কয়েকদিন ইত্যাদি।
উদাহরণ: He has been ill for three months.
(সে তিন মাস ধরে অসুস্থ।)
• কিন্তু since ব্যবহার হয় নির্দিষ্ট কোন সময় থেকে শুরু করে এখনও চলছে, যেমন – ২০১৬ সাল, গতকাল, সকাল ৮টা ইত্যাদি।
উদাহরণ: Fahima has lived in Dhaka since 2016.

0
Updated: 1 month ago
Just now he ____ his dinner but he says he will see you when he's finished.
Created: 1 month ago
A
is having
B
has had
C
was having
D
had
নিম্নলিখিত শব্দগুলো যেমন — already, just, yet, recently, lately, ever, just now, still — সাধারণত present perfect tense নির্দেশ করে। অর্থাৎ, যখন কোনো বাক্যে এই ধরনের নির্দেশক শব্দ ব্যবহার হয়, তখন সেই বাক্যটি অধিকাংশ ক্ষেত্রে present perfect tense-এ থাকে।
Present perfect tense-এর গঠন হলো:
Subject + has/have + verb এর past participle + object
উদাহরণ:
Meera has met her mother just now.
পূর্ণ বাক্য:
Just now he has had his dinner, but he says he will see you when he's finished.
এইভাবেই নির্দেশক শব্দের উপস্থিতি বাক্যের সময়গত দিক নির্দেশ করে এবং বাক্যের present perfect tense হওয়ার পরিচয় দেয়।

0
Updated: 1 month ago