After food has been dried or canned ____ for later consumption.
A
it should be stored
B
That it should be stored
C
should be stored
D
which should be stored
উত্তরের বিবরণ
After দিয়ে বাক্য শুরু হলে বোঝা যায় এটি একটি Subordinate clause।
-
এর পরের অংশটি অবশ্যই Independent clause হবে। তাই সেখানে Subject + Verb থাকতে হবে।
-
দুই অংশেই একই Subject + Verb structure ব্যবহার করতে হবে।
-
সাধারণ নিয়ম: After + clause (subject + verb), main clause (subject + verb)।
👉 তাই সঠিক উত্তর হবে: it should be stored।
পূর্ণাঙ্গ বাক্য
After food has been dried or canned, it should be stored for later consumption.
বাংলা অর্থ
খাবার শুকানো বা ক্যান করা হলে, তা পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা উচিত।

0
Updated: 2 months ago
In spite of my requests, he did not _____ .
Created: 3 months ago
A
give in
B
fall in
C
get off
D
give forth
পূর্ণ বাক্য:
Despite my repeated requests, he refused to give in.
বাংলা অর্থ:
আমার অনুরোধ সত্ত্বেও সে হাল না দিয়ে সম্মতি দেয়নি।
Give in [phrasal verb — give এর সাথে]:
-
ইংরেজি অর্থ: To admit defeat and agree to stop resisting or fighting.
-
বাংলা অর্থ: পরাজিত স্বীকার করে আত্মসমর্পণ করা।
অন্যান্য বিকল্প:
-
Fall in — সারিতে দাঁড়ানো বা ভেঙে পড়া।
-
Get forth — নির্গত হওয়া বা প্রকাশ করা।
-
Get off — নেমে আসা, যাত্রা শুরু করা, সরিয়ে ফেলা।
-
Give forth — প্রকাশ করা বা কোনো কিছু উৎপন্ন করা।
বাক্যের প্রেক্ষিতে “give in” সঠিক অর্থবোধক হওয়ায় সঠিক উত্তর হল ‘ক’।
তথ্যের উৎস:
১। বাংলার এক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি।
২। ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 3 months ago
Fill in the gap with the correct form of the verb: The police _____ informed yesterday.
Created: 1 month ago
A
is
B
are
C
was
D
were
অতীত নির্দেশক শব্দ বা phrase যেমন yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি Past Indefinite Tense নির্দেশ করে।
নিয়ম অনুযায়ী এই ধরনের শব্দের পরে verb এর past form ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ: I came home last night।
যথাযথ ব্যাখ্যা:
-
The police হলো আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
-
The police একটি collective noun, যা সাধারণত singular রূপে আসে, তবে plural verb এর সঙ্গে ব্যবহৃত হয়।
-
বাক্যে yesterday থাকার কারণে বোঝা যাচ্ছে এটি past indefinite tense এ আছে।
-
তাই প্রথম শূন্যস্থানটিতে were বসানো উচিত।
পূর্ণ বাক্য: The police were informed yesterday.

0
Updated: 1 month ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 1 month ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 1 month ago