Select the alternative which best expresses the meaning of the given sentence: ''We were no more surprised than Rahman''.
A
We were less surprised than Rahman.
B
We were all surprised.
C
Rahman was less surprised than us.
D
We were as surprised as Rahman.
উত্তরের বিবরণ
বাক্যটি "We were no more surprised than Rahman" দ্বারা বুঝায় অর্থ-আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিলাম না।
- এর মানে হলো, আমরা রহমানের মত বিস্মিত ছিলাম।
- তাই এর alternative হবে - ঘ) We were as surprised as Rahman.
• "no more surprised than"-এর অর্থ হলো "সমানভাবে অবাক হওয়া", কারণ এটি তুলনামূলকভাবে বলছে যে একজন আরেকজনের চেয়ে বেশি অবাক হয়নি।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) "We were less surprised than Rahman" বোঝায় আমরা রহিমের চেয়ে কম অবাক হয়েছিলাম, যা ভুল।
খ) "We were all surprised" শুধু অবাক হওয়ার তথ্য দেয়, তুলনা নয়।
গ) "Rahman was less surprised than us" ঠিক উল্টো অর্থ প্রকাশ করে।

0
Updated: 2 weeks ago
Before which of the following is an article not used?
Created: 6 days ago
A
Noun
B
Adjective
C
Pronoun
D
Adverb
Answer: Pronoun
Rule:
-
Adjective, noun এবং adverb-এর আগে Article বসতে পারে।
-
কিন্তু pronoun-এর আগে Article বসে না।
Examples:
-
Article + Noun → a boy
-
Article + Adjective + Noun → a good boy
-
Article + Adverb + Adjective + Noun → a very good boy
❌ কিন্তু pronoun-এর আগে Article ব্যবহার করা যায় না।
যেমন: a he, an he, the he — এগুলো ভুল।

0
Updated: 6 days ago
The scholarship was divided ____ the top three students.
Created: 1 week ago
A
with
B
among
C
between
D
in between
→ Correct Answer: Among.
•"Among" ব্যবহার করা হয় যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিছু ভাগ করা হয়।
Complete sentence: "The scholarship was divided among the top three students."
বাংলা অর্থ: "বৃত্তিটি শীর্ষ তিন শিক্ষার্থীর মধ্যে ভাগ করা হয়েছিল।"
-"Among" ব্যবহৃত হয় তিন বা ততোধিক ব্যক্তির মধ্যে বণ্টন বোঝাতে, যেখানে "Between" শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য।
Examples:
Among: The cake was shared among all guests. (অধিক সংখ্যক অতিথি)
Between: The responsibility was split between two managers. (দুই ব্যক্তি)
অন্যান্য অপশনগুলির বিশ্লেষণ:
ক) with: সঙ্গ বা অংশগ্রহণ বোঝায় (যেমন: "She studied with friends"), বণ্টনের ক্ষেত্রে অপ্রযোজ্য।
গ) between: শুধুমাত্র দুইটি সত্তার মধ্যে বণ্টনে ব্যবহৃত হয় (যেমন: "The land was divided between two brothers"), তিন বা ততোধিকের ক্ষেত্রে ভুল।
ঘ) in between: দুইটি জিনিসের মাঝখানের অবস্থান বোঝায় (যেমন: "The shop is in between the bank and the post office"), বণ্টনের অর্থে ব্যবহার হয় না।

0
Updated: 1 week ago
It is I who _____ to blame for this error.
Created: 6 days ago
A
am
B
are
C
is
D
be
Relative Pronoun-এর পর Verb ব্যবহারের নিয়ম
-
শূন্যস্থানে সঠিক উত্তর হবে: am
Complete Sentence: It is I who am to blame for this error. -
যখন বাক্যে Relative Pronoun (যেমন: who, whom, which, what, when, whose, how, that) ব্যবহৃত হয়, তখন এর পরবর্তী verb বসে Antecedent (Relative pronoun-এর আগে থাকা noun/pronoun)-এর সাথে সঙ্গতি রেখে।
-
উপরের উদাহরণে, Antecedent হলো I। তাই verb হয়েছে am। যদি Antecedent you হয়, তবে verb হবে are।
Examples:
-
It is I who am to blame.
-
It is you who are to leave.
-
It is he who is to go.

0
Updated: 6 days ago