Choose the correct antonym for 'Oblige'-
A
Bind
B
Require
C
Bother
D
Censure
উত্তরের বিবরণ
Oblige
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা।
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো।
ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই।
- সুতরাং সঠিক উত্তর: Bother
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 weeks ago
Which of the following is an antonym of “Superficial”?
Created: 2 weeks ago
A
Glorious
B
Hesitant
C
Decline
D
Profound
The correct answer is - ঘ) Profound
- Profound (adjective) (গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়)।
• Superficial (adjective)
- English Meaning: Concerned with or understanding only the obvious; not thorough or deep; only on the surface.
- Bangla Meaning: পৃষ্ঠ বা উপরিতল সম্বন্ধী; উপরিগত; অগভীর; বাহ্য; বহিঃস্থ; পৃষ্ঠস্থ।
• Synonyms
- Shallow (অগভীর; গাধ; চেটালো),
- Cursory (তড়িঘড়িতে করা কাজ; দায়সারা গোছের কাজ),
- Surface-level (উপরিভাগের; গভীরতাহীন)।
• Antonyms
- Profound (গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়),
- Thorough (সর্বতোভাবে; সম্পূর্ণ; আনুপুঙ্খিক),
- Comprehensive (সমন্বিত)।
• Example Sentence
- His knowledge of the topic is only superficial.
- Don’t be fooled by her superficial charm—she’s very calculating underneath.
• Other options:
- Hesitant (দ্বিধান্বিত; চলচিত্ত; দ্বিধাগ্রস্ত; দোলায়মানচিত্ত),
- Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা),
- Glorious (দ্যুতিময়; চমৎকার; মহিমান্বিত)।

0
Updated: 2 weeks ago
The antonym of “Tremulous” -
Created: 20 hours ago
A
Steady
B
Quivering
C
Courageous
D
Timid
Tremulous (adjective)
English Meaning: If a person's voice or a part of their body is tremulous, it is shaking slightly.
Bangla Meaning: কম্পিত।
Options:
ক) Steady – দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম
খ) Quivering – স্পন্দিত
গ) Courageous – সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণ
ঘ) Timid – ভীরু; লাজুক; মুখচোরা
Antonym: Steady
Source: Accessible Dictionary

0
Updated: 20 hours ago
What is the antonym of ‘Gentle’?
Created: 4 months ago
A
Harsh
B
Modest
C
Clever
D
Rude
Coming Soon

0
Updated: 4 months ago