What is the most appropriate synonym of the word, 'Menacing' from the options below:
A
Encouraging
B
Alarming
C
Promising
D
Auspicious
উত্তরের বিবরণ
Menacing (verb transitive)
-
ভীতি প্রদর্শন করা; হুমকি দেওয়া।
অপশনগুলোর অর্থ:
ক) Encouraging (verb transitive): উৎসাহ দেওয়া, সাহস জোগানো, আশ্বস্ত করা।
খ) Alarming (participial adjective): আতঙ্কজনক, ভীতিকর, বিপদের আশঙ্কা জাগায় এমন।
গ) Promising (adjective): প্রতিশ্রুতিশীল, সম্ভাবনাময়, প্রতিশ্রুতিপূর্ণ।
ঘ) Auspicious (adjective): শুভ, অনুকূল, মঙ্গলজনক, শুভক্ষণ নির্দেশক।
বিশ্লেষণ:
উপরের শব্দগুলোর অর্থ লক্ষ্য করলে দেখা যায়, Menacing শব্দটি ভীতিপ্রদ বা হুমকিসূচক অর্থে ব্যবহৃত হয়। প্রদত্ত অপশনগুলির মধ্যে Alarming একই ধরনের ভীতিকর বা আতঙ্কজনক ধারণা প্রকাশ করছে।
তাই, সঠিক উত্তর হলো Alarming।
Source: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 2 months ago
What is the synonym of the word “Irascible”?
Created: 2 weeks ago
A
Calm
B
Patient
C
Short-tempered
D
Joyful
সঠিক উত্তর হলো গ) Short-tempered। শব্দটি একটি adjective। Irascible মানে হলো কোপনস্বভাব, ক্রোধিষ্ট বা খিটখিটে; এমন ব্যক্তি যার রাগ সহজেই উন্মাদিত হয়।
-
Bangla Meaning: কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
English Meaning: marked by hot temper and easily provoked anger; made angry easily
উদাহরণ বাক্য:
-
An irascible and difficult man.
-
He's a difficult, irascible person.

0
Updated: 2 weeks ago
The phrase 'to make good' refers to-
Created: 1 month ago
A
To create something valuable
B
To compensate for a loss
C
To succeed in doing something
D
To prepare food properly
Meaning of “Make Good”
-
Phrase: to make good
-
Correct Option: খ) To compensate for a loss
-
English Meaning:
-
To become successful, usually rich
-
To compensate
-
To prove to be capable
-
-
Bangla Meaning:
-
সফল হওয়া
-
ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া
-
-
Example Sentence:
-
He promised to make good the damage caused by the accident.
-
Bangla: তিনি দুর্ঘটনার ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
-
-
Sources:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 1 month ago
Change the voice: 'Nobody trusts a traitor.'
Created: 1 month ago
A
A traitor is trusted.
B
A traitor should not be trusted.
C
Everybody hates a traitor.
D
A traitor is not trusted by anybody.
Active Voice এবং Passive Voice এর পার্থক্য বোঝার জন্য নিচের ব্যাখ্যাটি দেওয়া হলো। Active Voice-এ Subject কাজটি করে, আর Passive Voice-এ কাজটি Subject-এর ওপর করা হয়। Active থেকে Passive এ রূপান্তর করার কিছু নিয়ম আছে:
-
Active Voice-এর Subject Passive Voice-এ Object হয়।
-
Active Voice-এর Object Passive Voice-এ Subject হয়।
-
মূল Verb-এর সাথে be verb ব্যবহার করা হয় এবং Verb-এর Past Participle আকার বসানো হয়।
-
Object-এর আগে by বসানো হয়।
উদাহরণ হিসেবে, Active Voice-এ "Nobody trusts a traitor." বাক্যটির Passive Voice হবে:
-
A traitor is not trusted by anybody.
-
এখানে Nobody = not anybody।
-
একইভাবে, No one / None = not anyone।
আরেকটি উদাহরণ:
-
Active Voice: No one believes a deceiver.
-
Passive Voice: A deceiver is not believed by anyone.

0
Updated: 1 month ago