To 'raise one's brows' indicate-
A
annoyance
B
disapproval
C
indifference
D
surprise
উত্তরের বিবরণ
To 'raise one's brows' indicate - surprise.
• Raise your eyebrows
English Meaning: to show surprise by moving your eyebrows upwards.
Bangla Meaning: বিস্মিত হওয়া / চোখ কপালে উঠা।
Ex. Sentence: He raised his eyebrows at my explanation.
Bangla Meaning: আমার ব্যাখ্যা শুনে সে বিস্মিত হলো।
ঘ) surprise (noun) [countable noun, uncountable noun]
- চমক; বিস্ময়; আশ্চর্য; চমৎকৃত; চমৎক্রিয়।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) annoyance (noun) [Uncountable noun] [Countable noun]
- বিরক্তি; অসন্তোষ: বিরক্তিকর বস্তু বা বিষয়
খ) disapproval (noun)
- অননুমোদন।
গ) indifference (noun) [uncountable noun]
- ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 months ago
Just now she ____ her lunch, but she says she will see you when she's finished.
Created: 1 week ago
A
was having
B
is having
C
has had
D
had
এই বাক্যটি Present Perfect Tense-এ গঠিত হয়েছে কারণ এখানে "just now" নির্দেশক শব্দটি ব্যবহৃত হয়েছে, যা এই কাল নির্দেশ করে। বাক্যটি বোঝাচ্ছে যে, সে অল্প কিছুক্ষণ আগেই দুপুরের খাবার খাওয়া শেষ করেছে, তবে এখনো তোমার সঙ্গে দেখা করার আগে তার কিছু কাজ বাকি আছে।
তথ্যগুলো নিম্নরূপ:
-
বাংলা অর্থ: এইমাত্র সে দুপুরের খাবার খেয়েছে, কিন্তু সে বলেছে যে তার শেষ হলে সে তোমার সাথে দেখা করবে।
-
Present perfect tense নির্দেশক শব্দ: already, just, yet, recently, lately, ever, just now, still ইত্যাদি শব্দগুলো বাক্যে থাকলে তা সাধারণত present perfect tense নির্দেশ করে।
-
Present perfect tense-এর গঠন: Subject + has/have + Verb-এর past participle + object.
-
প্রদত্ত বাক্যে just now থাকায় সঠিক উত্তর হবে গ) has had।

0
Updated: 1 week ago
He feels happy today. Here 'feels' is -
Created: 3 weeks ago
A
Infinitive
B
Modal verb
C
Copulative verb
D
None of these
বাক্য He feels happy today-এ ‘feels’ হলো Copulative verb বা Linking verb। এটি subject (He) এবং adjective (happy) কে সংযুক্ত করছে। Copulative verb সাধারণত subject-এর অবস্থা, গুণ বা পরিচয় নির্দেশ করে।
-
Linking verb / Copulative verb
-
Linking verb হলো সেই verb যা subject এবং subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে।
-
এরা নিজেরা কোনো action প্রকাশ করে না, বরং subject-এর অবস্থা, গুণ, পরিচয় বা পরিবর্তন বোঝায়।
-
Complement হিসেবে সাধারণত adjective বা noun বসে।
-
Linking/copulative verbs actionless।
-
-
Examples of Linking Verbs: be, become, look, seem, remain, appear, get, grow, feel
-
Examples:
-
The car looks fast.
-
My coffee remains hot.
-
He became a doctor.
-
He feels happy today.
-
-
Subjective Complement: Linking verb-এর পরে বসে subject-এর দোষ, গুণ, অবস্থা, পেশা বা পদবী প্রকাশ করে।

0
Updated: 2 weeks ago
Choose the correct spelling:
Created: 3 weeks ago
A
Bureaucret
B
Bureacrat
C
Bureaucrat
D
Bureaucrate
The correct spelling: Bureaucrat
-
Bureaucrat (noun)
-
English meaning: a member of a bureaucracy
-
Bangla meaning: সরকারি কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি
-
Example sentences:
-
The senior bureaucrat approved the policy after several rounds of discussion.
-
A skilled bureaucrat can balance efficiency with fairness in public administration.
Source:

0
Updated: 3 weeks ago