Utopia was first written in _______.
A
Latin
B
English
C
Greek
D
French
উত্তরের বিবরণ
"Utopia" বইটি প্রথমে ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। এটি Thomas More এর লেখা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক গ্রন্থ, যা 1516 সালে প্রকাশিত হয়।
Utopia is a work of fiction and socio-political satire by Sir Thomas More.
- 'Utopia' রচনা করে 'Thomas Moore' বিখ্যাত হয়ে আছেন।
- তিনি 'Utopia' লিখেছেন ল্যাটিন ভাষায়।
- 'Utopia' গ্রিক অর্থ হচ্ছে কোথাও না। অর্থাৎ কোথাও কোনোদিন যা ছিল না।
- এর দ্বারা একটি কাল্পনিক দ্বীপকে বোঝানো হয়।
- বইটির কাহিনী দুইটি ভাগে বিভক্ত।
- Sir Thomas Moore এর এই লেখার উপর ভিত্তি করে পরবর্তী তে সাহিত্যে একটি নতুন genre - Utopian fiction তৈরি হয়েছে।
Thomas More কে Sir Thomas More বা Saint Thomas More ও বলা হয়।
- তিনি ১৪৭৮ সালে London এ জন্মগ্রহণ করেন।
- He was an English humanist and statesman, chancellor of England.
- তার রচিত History of King Richard III - কে ইংরেজি ইতিহাস রচনার প্রথম মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়।
Another notable work:
- History of King Richard III (in Latin and in English) between 1513 and 1518.
Source: ইংরেজি সাহিত্যের ইতিহাস , ড. শীতল ঘোষ, goodreads.com and Live MCQ Lecture.

0
Updated: 5 months ago
What was the real name of Victorian novelist George Eliot?
Created: 2 days ago
A
George Robbert Gissing
B
Emily Bronte
C
Elizabeth Barrett Browning
D
Mary Ann Evans
George Eliot ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক, যার আসল নাম Mary Ann Evans। তিনি George Eliot ছদ্মনাম ব্যবহার করতেন এবং 19th century-এর একজন প্রভাবশালী লেখক ছিলেন।
-
জন্ম ও মৃত্যু: জন্ম 22 নভেম্বর 1819, Chilvers Coton, Warwickshire, England; মৃত্যু 22 ডিসেম্বর 1880, London।
-
তিনি একজন Victorian writer।
-
ছদ্মনাম: George Eliot
প্রসিদ্ধ সাহিত্যকর্মসমূহ:
-
The Mill on the Floss
-
Scenes of Clerical Life
-
Adam Bede
-
Silas Marner
-
Romola
-
Middlemarch
উৎস:

0
Updated: 2 days ago
Rabbi Ben Ezra is a/an -
Created: 2 days ago
A
lyric poem
B
sonnet
C
dramatic monologue
D
None of these
Rabbi Ben Ezra হলো Robert Browning-এর একটি বিখ্যাত কবিতা, যা একটি dramatic monologue এবং ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে প্রকাশিত হয়। কবিতার মূল চরিত্র Rabbi Ben Ezra, একজন প্রাচীন ইহুদি পণ্ডিত, নিজের জীবন ও ধর্মীয় দর্শন নিয়ে আলোচনা করেন।
-
কবিতা মূলত Browning-এর ধর্মীয় দর্শনকে উপস্থাপন করে।
-
Rabbi Ben Ezra বিশ্বাস করেন জীবন শুধুমাত্র ভোগের জন্য নয়, বরং আত্ম-উন্নতি ও পবিত্রতার জন্য।
-
কবিতার final metaphor জীবনের তুলনা করেছে একটি মাটির পাত্রের সঙ্গে, যা প্রভুর হাতে গঠিত, এবং নির্দেশ করে যে একজন ব্যক্তির মূল্য তার কাজের দ্বারা নয়, বরং তার গড়ে ওঠা চরিত্র দ্বারা পরিমাপ করা উচিত।
Robert Browning:
-
একজন British poet, বিশেষভাবে dramatic monologue-এ দক্ষ।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browningও তখনকার সময়ের একজন প্রখ্যাত কবি ছিলেন।
উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
My Last Duchess
-
The Pied Piper of Hamelin
-
Fra Lippo Lippi
-
Andrea del Sarto
নাটক:
-
Browning-এর প্রথম নাটক Strafford (1837), যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর বন্ধ হয়।
উৎস:

0
Updated: 2 days ago
What are the first three prophecies the witches give to Macbeth?
Created: 3 weeks ago
A
He will be king, his sons will be kings, and he will kill Duncan.
B
He will be Thane of Glamis, Thane of Cawdor, and King hereafter.
C
He should beware Macduff, he cannot be harmed by one of woman born, and he is safe until Birnam Wood moves.
D
He will have a short reign, a tragic end, and will be betrayed by his wife.
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
The First Prophecies in Macbeth
-
After a victorious battle, Macbeth and Banquo encounter three witches.
-
The witches deliver the first three prophecies to Macbeth:
-
He will be Thane of Glamis
-
He will be Thane of Cawdor
-
He will be King hereafter
-
-
These prophecies ignite Macbeth’s unchecked ambition.
-
Consequently, these prophecies set in motion the events that lead to the entire tragedy.

0
Updated: 3 weeks ago