A
২ প্রকার
B
৩ প্রকার
C
৪ প্রকার
D
৫ প্রকার
উত্তরের বিবরণ
অনুবাদ ২ প্রকার। যেমন - আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ।

0
Updated: 2 weeks ago
'Concealment' এর বাংলা পরিভাষা -
Created: 2 days ago
A
সমযোগে
B
সম্মেলন
C
গোপন
D
আস্থাবান
কিছু ইংরেজি প্রশাসনিক পরিভাষা ও তাদের বাংলা অর্থ
ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা |
---|---|
Concealment | গোপন |
Concurrently | সমযোগে |
Conference | সম্মেলন |
Confident | আস্থাবান |
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি

0
Updated: 2 days ago
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
Created: 1 month ago
A
কল্যাণীয়াষু
B
সুচরিতেষু
C
শ্রদ্ধাস্পদাসু
D
প্রীতিভাজনেষু
• পত্রে নারীকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ- শ্রদ্ধাস্পদাসু।
• শ্রদ্ধাভাজন, স্নেহভাজন নারীদের লিখিত পত্রের সম্বোধনগুলো হলো:
- শ্রদ্ধাভাজনাসু, শ্রদ্ধাস্পদাসু, কল্যাণীয়াসু ইত্যাদি।
• শ্রদ্ধাভাজন, স্নেহভাজন পুরুষ ও বন্ধুদের লিখিত পত্রের সম্বোধনগুলো হলো:
- শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু, সুচরিতেষু, প্রীতিভাজন ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
'প্রচলন' শব্দের 'প্র' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 days ago
A
আধিক্য
B
খ্যাতি
C
প্রকৃষ্ট
D
ধারা-পরম্পরা
“প্র” সংস্কৃত উপসর্গের ব্যবহার
সংজ্ঞা:
বাংলা ভাষায় “প্র” উপসর্গ মূলত সanskrit থেকে নেওয়া হয়েছে এবং এটি শব্দের অর্থে বিভিন্ন প্রকারের পরিবর্তন বা বিশেষ অর্থ যোগ করে।
১. প্রকৃষ্ট / সম্যক অর্থে
-
অর্থ: যথার্থ, পরিপূর্ণ বা প্রকৃতভাবে
-
উদাহরণ:
-
প্রচলন (সম্পূর্ণভাবে প্রচার বা প্রতিষ্ঠা করা)
-
প্রস্ফুটিত (পুরোপুরি ফোটানো বা প্রকাশিত)
-
২. আধিক্য অর্থে
-
অর্থ: বৃদ্ধি, বেশি বা প্রবলভাবে
-
উদাহরণ:
-
প্রচার (ব্যাপকভাবে জানানো)
-
প্রবল (অত্যন্ত শক্তিশালী)
-
প্রসার (বিস্তৃতি বা বৃদ্ধি)
-
প্রগাঢ় (গভীর বা তীব্র)
-
৩. খ্যাতি অর্থে
-
অর্থ: মান বা খ্যাতি প্রকাশ করা
-
উদাহরণ:
-
প্রতাপ (শক্তি ও খ্যাতি)
-
প্রসিদ্ধ (খ্যাতিমান)
-
প্রভাব (পরিচিত প্রভাবশালী অবস্থা)
-
৪. ধারা-পরম্পরা বা অনুগামিক অর্থে
-
অর্থ: ধারাবাহিকতা বা সম্পর্ক নির্দেশ করা
-
উদাহরণ:
-
প্রশাখা (শাখার ধারাবাহিক অংশ)
-
প্রপৌত্র (নাতির নাতি বা উত্তরাধিকার সূত্রে সংযুক্ত ব্যক্তি)
-
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago