A
মেঘের ডাক
B
বাঘের ডাক
C
সিংহের ডাক
D
ময়ূরের ডাক
উত্তরের বিবরণ
ময়ুরের ডাক - কেকা। কোকিলের ডাক - কুহু। সিংহের ডাক - নাদ। হাতির ডাক - বৃংহতি। কুকুরের ডাক - বুক্কন।

0
Updated: 2 weeks ago
অপলাপ শব্দের অর্থ কি?
Created: 1 month ago
A
অস্বীকার
B
মিথ্যা
C
প্রলাপ
D
অসদালাপ
অপলাপ (বিশেষ্য পদ)
-
এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ।
অর্থসমূহ:
-
অবজ্ঞা বা অবমাননা।
-
গোপনীয়তা বা রহস্য।
-
মিথ্যা বলা বা সত্যের প্রতি বৈপরীত্য (যেমন: সত্যের অপলাপ)।
-
অস্বীকার বা প্রত্যাখ্যান (উদাহরণ: “তুমি সম্পূর্ণ পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ” — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
‘শীকর’ শব্দের অর্থ—
Created: 1 month ago
A
রাজস্ব
B
মেনে নেওয়া
C
জলকণা
D
গাছের মূল
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয় পদ।

0
Updated: 1 month ago
'বিরাগী' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
উদাসীন
B
প্রতিকূল
C
রাগহীন
D
বিশেষভাবে রুষ্ট
বিরাগী (বিশেষণ)
-
শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত।
-
অর্থ হলো: উদাসীন, আসক্তিহীন এবং নিঃস্পৃহ।
-
বিরাগী শব্দের অর্থ অনুরাগী শব্দের সম্পূর্ণ বিপরীত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago