‘নাদ’ শব্দের অর্থ কী?
A
মেঘের ডাক
B
বাঘের ডাক
C
সিংহের ডাক
D
ময়ূরের ডাক
উত্তরের বিবরণ
ময়ুরের ডাক - কেকা। কোকিলের ডাক - কুহু। সিংহের ডাক - নাদ। হাতির ডাক - বৃংহতি। কুকুরের ডাক - বুক্কন।

0
Updated: 2 months ago
'শর' ও 'স্বর' শব্দের অর্থ যথাক্রমে -
Created: 1 month ago
A
আঁশ ও তির
B
সব ও সুর
C
তির ও সুর
D
কথিত ও তির
‘শর’ শব্দের অর্থ: তির
‘স্বর’ শব্দের অর্থ: সুর
অন্যদিকে,
-
শকল: আঁশ
-
সকল: সব
-
অবিহিত: অন্যায়
-
অভিহিত: কথিত
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
'আড়কোলা' শব্দে 'আড়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 weeks ago
A
আধা
B
বক্র
C
সমূহ
D
বিশিষ্ট
বাংলা ভাষায় ‘আড়’ উপসর্গ বিভিন্ন অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়, যা মূল শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থকে সম্প্রসারিত বা নির্দিষ্ট করে। এটি প্রায়শই ‘বক্র’, ‘আধা/প্রায়’ এবং ‘বিশিষ্ট’ অর্থে ব্যবহৃত হয়।
-
‘বক্র’ অর্থে ব্যবহৃত উদাহরণ:
-
আড়চোখে, আড়নয়নে
-
-
‘আধা’ বা ‘প্রায়’ অর্থে ব্যবহৃত উদাহরণ:
-
আড়ক্ষ্যাপা, আড়মোড়া, আড়পাগলা
-
-
‘বিশিষ্ট’ অর্থে ব্যবহৃত উদাহরণ:
-
আড়কোলা (পাথালিকোলা), আড়গড়া (আস্তাবর), আড়কাঠি
-
বাংলা উপসর্গসমূহ: বাংলা ভাষায় মোট একুশটি উপসর্গ রয়েছে। এগুলো হলো:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

0
Updated: 2 weeks ago
'উপরোধ' শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
প্রতিরোধ
B
উপস্থাপন
C
অনুরোধ
D
উপযোগী
উপরোধ (বিশেষ্য পদ),
- একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অনুরোধ,
- সুপারিশ,
- সমাদর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago