‘নদী’- এর সমার্থক শব্দ কোনটি?
A
সরিৎ
B
নগ
C
গিরি
D
বিহগ
উত্তরের বিবরণ
'নদী' - এর সমার্থক শব্দ 'সরিৎ', তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী। নগ বা গিরি অর্থ পাহাড়। আর বিহগ অর্থ বিহঙ্গ বা পাখি।

0
Updated: 2 months ago
নিচের কোনটি 'অশ্ব' এর সমার্থক শব্দ নয়?
Created: 3 weeks ago
A
বাজী
B
সৈয়দ
C
তুরঙ্গ
D
টাঙন
বাংলা ভাষায় সমার্থক শব্দ জানার মাধ্যমে ভাষার ব্যবহার আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হয়। নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো।
-
সৈয়দ : পদবিবিশেষ, সমার্থক নয় ঘোড়া
-
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ :
অশ্ব, ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মরুদ্রথ, বামী, টাঙন ইত্যাদি
উৎস:

0
Updated: 3 weeks ago
‘কোরক’ শব্দের সমাৰ্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুঁড়ি
B
কৃতকর্ম
C
কড়ি
D
কুহক
'কোরক' শব্দের সমার্থক শব্দ কুঁড়ি। কুঁড়ি শব্দের অর্থ: মুকুল, কোরক, কলিকা ইত্যাদি।

0
Updated: 1 month ago
'অম্বু' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 1 month ago
A
পানি
B
নীর
C
তোয়
D
জলধর
অম্বু’ শব্দের সমার্থক শব্দ
-
পানি, জল, নীর, সলিল, অপ্, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।
‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ
-
বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago