‘অলীক’ এর বিপরীত শব্দ-
A
বাস্তব
B
কল্পনা
C
উন্নতি
D
আয়ত্ত
উত্তরের বিবরণ
'অলীক' এর বিপরীত শব্দ হলো। 'বাস্তব' অর্থাৎ কল্পনা/সত্য আর 'অলীক'- এর প্রতিশব্দ হলো কল্পনা, মিথ্যা।

0
Updated: 2 months ago
'হরদম' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
নির্মীলিত
B
কদাচিৎ
C
শুষ্ক
D
দুর্লভ
'হরদম' এর বিপরীত শব্দ হলো 'কদাচিৎ'।
-
'হরদম' শব্দের অর্থ সর্বদা বা অনবরত।
-
'কদাচিৎ' শব্দের অর্থ কখনো কখনো।
অন্যদিকে,
-
'নির্মীলিত' এর বিপরীত শব্দ — 'উন্মীলিত'
-
'সিক্ত' এর বিপরীত শব্দ — 'শুষ্ক'
-
'সুলভ' এর বিপরীত শব্দ — 'দুর্লভ'
আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
'সন্ধি' এর বিপরীত শব্দ — বিবাদ/বিগ্রহ
-
'হৃদ্যতা' এর বিপরীত শব্দ — কপটতা
-
'হাজির' এর বিপরীত শব্দ — গরহাজির
-
'সরস' এর বিপরীত শব্দ — নীরস
-
'মুক্ত' এর বিপরীত শব্দ — আবদ্ধ
-
'মুখ্য' এর বিপরীত শব্দ — গৌণ

0
Updated: 3 weeks ago
'আলো' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
আধার
B
কালো
C
বিমুখ
D
তিমির
• 'আলো' এর বিপরীত শব্দ — তিমির।
-
'তিমির' অর্থ: অন্ধকার।
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
উন্মুখ — বিমুখ
-
উন্নয়ন — অবনমন
-
ঔদাসীন্য — আসক্তি
-
ঔচিত্য — অনৌচিত্য
-
ঔদার্য — কার্পণ্য
-
ঐহিক — পারত্রিক
-
ঐকমত্য — মতভেদ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
'হলাহল' এর বিপরীতার্থক শব্দ-
Created: 3 weeks ago
A
হরণ
B
হরিষ
C
বিষাদ
D
সুধা
'হলাহল' এর বিপরীতার্থক শব্দ হলো সুধা / অমৃত। এখানে শব্দদ্বয়ের অর্থ ভিন্ন হলেও তারা পরস্পরের বিপরীতার্থক রূপে ব্যবহৃত হয়।
-
হলাহল: কাল-কূট; দেবাসুর কর্তৃক সমুদ্রমন্থনে উত্থিত তীব্র বিষ
-
সুধা: অমৃত, জ্যোৎস্না, গঙ্গা, জল
অন্যদিকে আরও কিছু বিপরীতার্থক শব্দ হলো—
-
হর্ষ/হরিষ: বিষাদ
-
হরণ: পূরণ
উৎস:

0
Updated: 3 weeks ago