‘নয়ন’- শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
A
নী + অন
B
নে + অন
C
নৌ + অন
D
নয় + ন
উত্তরের বিবরণ
'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় - নী + অন। এরুপ - অন প্রত্যয়ে গঠিত শব্দ - গমন (গম + অন), শয়ন (শী + অন), চরণ (চর + অন)।

0
Updated: 2 months ago
‘বক্তব্য’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 2 weeks ago
A
√বক + তব্য
B
√বক্ত + ব্য
C
√বক্ত + অব্য
D
√বচ্ + তব্য
বক্তব্য (বিশেষণ)। সংস্কৃত শব্দ। প্রকৃতি প্রত্যয় = √বচ্ + তব্য। অর্থ: বলতে হবে বা বলার যোগ্য এমন।

0
Updated: 2 weeks ago
নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
Created: 1 month ago
A
সভাসদ
B
শুভেচ্ছা
C
ফলবান
D
তন্বী
‘শুভেচ্ছা’ শব্দটি প্রত্যয়যোগে গঠিত নয়। এটি সন্ধি সাধিত শব্দ।
-
সন্ধি নিয়ম অনুসারে, ‘অ’ বা ‘আ’-কারের পরে ‘ই’ বা ‘ঈ’-কার এলে, উভয় মিলিত হয়ে ‘এ’-কার তৈরি করে।
উদাহরণ:-
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
-
অন্যদিকে:
-
তন্বী (তনু + ঈ) — এটি প্রত্যয় ও সন্ধি উভয় সাধিত শব্দ।
-
সভাসদ (সভা + সদ), ফলবান (ফল + বান) — এগুলো শুধুমাত্র প্রত্যয়যোগে গঠিত শব্দ।
সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর: ‘শুভেচ্ছা’
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
'মেছো' শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?
Created: 2 months ago
A
মাছ + ও
B
মেছ + ও
C
মাছি + উয়া > ও
D
মাছ + উয়া > ও
মাছ + উয়া > ও = মাছুয়া > মেছো।
• তদ্ধিত প্রত্যয়ের নিয়ম:
(উয়া > ও) তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দগুলো হলো:
- গাছ + উয়া = গাছুয়া > গেছো;
- গাঁ + উয়া = গাঁউয়া > গেঁয়ো;
- ঝড় + উয়া = ঝড়ুয়া > ঝড়ো;
- বন + উয়া = বনুয়া > বউন্যা > বুনো;
- টাক + উয়া = টাকুয়া > টেকো;
- মাছ + উয়া = মাছুয়া > মেছো।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago