বর্তমানে চাল রপ্তানিতে শীর্ষ কোন দেশ? [আগস্ট, ২০২৫]
A
চীন
B
ভিয়েতনাম
C
থাইল্যান্ড
D
ভারত
উত্তরের বিবরণ
চাল রপ্তানি
-
শীর্ষ রপ্তানিকারক দেশ: ভারত
-
রপ্তানি পরিমাণ (২০২৪-২৫): প্রায় ১৮ মিলিয়ন মেট্রিক টন
-
বিশ্ব বাজারে অংশ: প্রায় ৪০%
-
প্রধান প্রকার: বাসমতি ও নন-বাসমতি চাল
র্যাংকিং:
-
ভারত
-
থাইল্যান্ড
-
ভিয়েতনাম

0
Updated: 2 months ago
শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (আগস্ট, ২০২৫)
Created: 1 month ago
A
২৮টি
B
২৯টি
C
৩০টি
D
৩১টি
শেনজেন অঞ্চল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে, স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহর
-
কার্যকর হওয়ার তারিখ: ২৬ মার্চ ১৯৯৫, যার মাধ্যমে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়
-
শেনজেন ভুক্ত দেশ সংখ্যা: ২৯টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ যোগদানকারী দেশ: রোমানিয়া ও বুলগেরিয়া, যোগদানের তারিখ: ১ জানুয়ারি ২০২৫
উল্লেখযোগ্য:
-
লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না হলেও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ-
Created: 2 months ago
A
নিউগিনি
B
গ্রিনল্যান্ড
C
মাদাগাস্কার
D
বোর্নিও
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
-
স্থানীয় ভাষায় গ্রীনল্যান্ডকে বলা হয় কালালিত নুনাত, যার অর্থ “গ্রীনল্যান্ডবাসীদের দেশ”।
-
এটি পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহের জন্য।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
বিশ্বের অন্যান্য বৃহত্তম দ্বীপ
-
২য় বৃহত্তম দ্বীপ → নিউ গিনি
-
৩য় বৃহত্তম দ্বীপ → বোর্নিও
-
৪র্থ বৃহত্তম দ্বীপ → মাদাগাস্কার
উৎস: Britannica

0
Updated: 2 months ago
'স্মাইল ট্রেন' কী নিয়ে কাজ করে?
Created: 1 month ago
A
শিশুশ্রম নিরসন
B
নারী অধিকার
C
শিশু চিকিৎসা
D
মানবাধিকার
স্মাইল ট্রেন হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা রোগের বিনামূল্যে অস্ত্রোপচার প্রদান করে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৯ সালে
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্র
-
মূল কার্যক্রম: শিশুদের ঠোট ও তালুকাটা সমস্যার চিকিৎসা ও জীবনমান উন্নয়ন
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago